মনে উঠেছে প্রেমের জোয়ার! সুস্মিতার (Sushmita Dey) জগৎ জুড়ে এখন শুধুই সাহেব (Shaheb Chattopadhyay)! অফ স্ক্রিন হোক কিংবা অন স্ক্রিন, প্রায় সব জায়গাতেই ছোট পর্দার এই হিট জুটিকে এখন একসঙ্গে দেখা যাচ্ছে।
স্টার জলসার সিরিয়াল ‘কথা’ বাংলার দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক। এই সিরিয়ালের গল্প এভি-কথার লাঠালাঠি লড়াই দিয়ে শুরু হলেও এই মুহূর্তে চলছে নায়ক-নায়িকার মনে লেগেছে বসন্তের ছোঁয়া। অর্থাৎ, ধারাবাহিকের গল্প দুজনেই একে অপরের প্রতি প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
অন্যদিকে আবার নেট পাড়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সিরিয়ালের সেটের বাইরে গঙ্গা ভ্রমণে বেরিয়েছেন এই জুটি। এখানেই শেষ নয়, এমনকি, সুস্মিতা ‘ভালোবাসার মরসুম’ গান গেয়ে শোনাচ্ছেন সাহেবকে।
আরও পড়ুনঃ নয় বছর পর ফের জুটি বাঁধছেন দেব-শুভশ্রী! এবার কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের?
সমাজ মাধ্যমের ভিডিও দেখে কথা-এভির অনেক অনুরাগীরাই প্রশংসা করেছেন। টেলি পাড়ার জোর গুঞ্জন, বাস্তব জীবনে নাকি এই জুটি প্রেম করছেন। এই বিষয় নিয়ে অবশ্য তাঁরা কোনো মন্তব্য করেননি।
এমনিতেও, সাহেব এবং সুস্মিতাকে অ্যাওয়ার্ডের মঞ্চ হোক বা কোনো অনুষ্ঠান, সব জায়গাতে একসঙ্গে ক্যামেরাবন্দি হচ্ছেন বলে দর্শকদের মধ্যে তাঁদের নিয়ে চলে তীব্র আলোচনা। তবে, তা নিয়ে মাথা ব্যথা নেই কারোরই। এখন দেখার বিষয় এটাই যে, রিল দুনিয়ার মতন রিয়েল দুনিয়াতে কি সম্পর্কে আবদ্ধ হবেন এই দুই তারকা?