‘দিদি ভালো থাকলেই আমরা সকলে ভালো থাকতে পারি’, ‘দিদির মনের সব ইচ্ছে পূরণ হোক!’ মুখ্যমন্ত্রীর জন্মদিনে আবেগে ভাসলেন সৌমিতৃষা, তিয়াসা!

৫ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এই দিনটি ঘিরে রাজ্যজুড়ে দেখা গেল আলাদা উচ্ছ্বাস। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি শিল্প সংস্কৃতির সঙ্গে তাঁর গভীর যোগাযোগ বরাবরই সকলের নজর কেড়েছে। গান ছবি আঁকা কিংবা টেলিভিশনের ধারাবাহিক সম্পর্কে খোঁজ রাখা সবকিছুতেই তিনি স্বতঃস্ফূর্ত। তাই তাঁর জন্মদিনে শুধু রাজনৈতিক মহল নয় আবেগে ভাসলেন বিনোদন জগতের বহু পরিচিত মুখও। শিল্পীদের কাছে তিনি শুধুই প্রশাসনিক প্রধান নন বরং আপনজনের মতো এক অভিভাবক

ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু যিনি মিঠাই চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছেও বরাবরই বিশেষ স্নেহ পেয়েছেন। জন্মদিনে সৌমিতৃষার কথায় উঠে এল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁর মতে দিদি শুধু একজন মুখ্যমন্ত্রী নন তিনি মেয়েদের রক্ষাকর্তা অনুপ্রেরণা এবং মায়ের মতো আশ্রয়। মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সৌমিতৃষা বলেন দিদি ভালো থাকলেই আমরা সকলে ভালো থাকতে পারি। শিল্পীদের যে সম্মান তিনি দিয়েছেন তা অতুলনীয় এবং ভবিষ্যতেও এমন সম্মান পাওয়া কঠিন বলেই মনে করেন অভিনেত্রী

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ শিল্পীদের মধ্যে আর এক পরিচিত নাম তিয়াসা লেপচা। বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দিদির পাশে তাঁকে প্রায়ই দেখা যায়। সম্পর্কটা কেবল সৌজন্যের নয় বরং আন্তরিকতায় ভরা। ধারাবাহিকের গল্প থেকে শুরু করে চরিত্রের সূক্ষ্ম দিক নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়। জন্মদিনে তিয়াসার একটাই চাওয়া দিদি যেন সুস্থ থাকেন আনন্দে থাকেন এবং তাঁর মনের সব ইচ্ছা পূরণ হয়। উপহার প্রসঙ্গে তিয়াসা বলেন সুযোগ পেলে তিনি ফুলই দিতে চাইবেন কারণ ছোট জিনিসই অনেক সময় সবচেয়ে বেশি আনন্দ দেয়

অন্যদিকে অভিনেত্রী দেবলীনা কুমার মুখ্যমন্ত্রীর জীবনযাপন থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা জানান। তাঁর চোখে দিদির অদম্য কর্মশক্তি ও সহজ জীবনবোধ সত্যিই শিক্ষণীয়। এই বয়সেও যেভাবে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন তা সকলের শেখার মতো। দেবলীনার মতে ক্ষমতার শীর্ষে পৌঁছেও তিনি আজও আগের মতোই মাটির কাছাকাছি। গান ভালবাসেন বলেই কখনও সুযোগ পেলে মুখ্যমন্ত্রীকে হারমোনিয়াম উপহার দিতে চান তিনি।

আরও পড়ুনঃ দেবলীনার উপহার থেকে তার চুল কাটা কিছুই পছন্দ হতনা স্বামী প্রবাহর! একাধিক ভিডিওতে ছিল সুখী না থাকার ইঙ্গিত, স্বামীর আচরণ আগেই এসেছিল প্রকাশ্যে! ভিতরের জমা কষ্ট নিয়ে কী কী সহ্য করতে হয়েছিল দেবলীনাকে?

সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিনে টলিপাড়ার এই তিন অভিনেত্রীর কথায় স্পষ্ট একটাই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু প্রশাসনের মুখ নন তিনি শিল্পীদের কাছে ভরসার জায়গা প্রেরণার উৎস এবং পরিবারের একজন আপন মানুষ।

You cannot copy content of this page