পারুলকে বাঁচাতে গিয়ে নিজের বিয়ের আংটি হারালেন উদয়! মন খারাপ নায়কের

জি বাংলা ধারাবাহিক ‘পরিণীতা’তে (Parineeta) চলছে এখন ধুমধামার কান্ড। কুম্ভ মেলা থেকে শুরু করে হোলি পার্টি সব জায়গাতেই নানান ঘটনায় দর্শকদের মনোরঞ্জন করছে এই ধারাবাহিক।

বর্তমানে, এই ধারাবাহিকের কলাকুশলীদের সাক্ষাৎকার বেশ নজর কেড়েছে নেটিজেনদের। ইন্টারভিউ দিতে দেখা যাচ্ছে শিরিন, পারুল ও রায়ানকে। সিরিয়ালের শুটিং-এর কথা কলাকুশলীরে জিজ্ঞাসা করায় বলেন তাঁরা খুব মজার সঙ্গে হইহুল্লোড় করে সারাদিন কাজ করে।

পরিণীতা, parineeta, zee Bangla, জি বাংলা, জি বাংলা সিরিয়াল

প্রসঙ্গত, সবেমাত্র কিছুদিন হয়েছে শেষ হয়েছে কুম্ভ মেলার পর্ব। আর ধারাবাহিকে কুম্ভ মেলার বিশেষ সিন করতে গিয়ে রায়ানের সঙ্গে ঘটে গেলো অবাক করা কান্ড। কী কান্ড ঘটেছিল? খোঁজ নিয়ে জানতে পারা গেল, গঙ্গাসাগরে পারুলকে বাঁচানোর সিন করতে গিয়ে রায়ান অর্থাৎ উদয় হারিয়ে ফেলে তার বিয়ের আংটি।

আরও পড়ুনঃ রোশনাই অসুস্থ! এদিকে, তার সন্তানের দায়িত্ব নিতে চায় আদিত্য! কী হতে চলেছে ‘রোশনাই’য়ের আগামী পর্বে?

অন্যদিকে আবার, চলছে জমজমাট দোলের পর্ব। বলাই বাহুল্য, পরিণীতার গল্প এখন দেখা যাচ্ছে পারুলকে এক ব্যাক্তি মেরে ফেলার চেষ্টা করে কিন্তু সেখানে রায়ান গিয়ে তাঁকে বাঁচায়। অনেক দর্শকদের মতে, গল্পের গতি যেদিকে এগোচ্ছে তাতে রায়ান ও পারুল কাছাকাছি আসতে পারে। তবে, অন স্ক্রিনে ধারাবাহিকের কলাকুশলীদের মধ্যে একে ওপরের সঙ্গে শত্রুতা থাকলেও অফ স্ক্রিনে সবাই ভীষণ ভালো বন্ধু তা এই সাক্ষাৎকারেই স্পষ্ট বোঝা গেল।