চোখে ছিল অন্য স্বপ্ন, হাতে ছিল স্থায়ী চাকরির অফার, অথচ আজ তিনি বাংলা টেলিভিশনের এক পরিচিত মুখ। কথা হচ্ছে অভিনেত্রী ‘অপরাজিতা ঘোষ দাস’ (Aparajita Ghosh Das) কে নিয়ে, যিনি বর্তমানে স্টার জলসার ‘চিরসখায়’ (Chiroshokha) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তবে আজ যাকে আমরা ক্যামেরার সামনে দেখতে অভ্যস্ত, তার যাত্রা শুরু হয়েছিল একেবারেই অন্য খাত দিয়ে। অনেকেরই অজানা এই তথ্য!
ছোটপর্দার হিয়া, একসময় ছিলেন মিডিয়ার চাকরিজীবী। ইংরেজিতে স্নাতক এবং সাংবাদিকতায় (Journalism) স্নাতকোত্তর শেষ করে তার লক্ষ্য ছিল কর্পোরেট দুনিয়ায় স্থায়ীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা। একটি বেসরকারি মিডিয়া অফিসে কাজও শুরু করেছিলেন, তবে পরিবেশ এবং নিজের স্বাচ্ছন্দ্যবোধের অভাবে সেই চাকরি তিনি বেশিদিন ধরে রাখতে পারেননি, ফলে দ্বিধা তৈরি হয় মনে।
ঠিক সেই সময় ভাগ্যের চাকা ঘোরে। ‘ইতি শ্রীকান্ত’ নামক ধারাবাহিকের একটি চরিত্রের অফার আসে তার কাছে। সেখান থেকেই শুরু হয় অভিনয়জগতের পথচলা। একে একে ‘এখানে আকাশ নীল’, ‘কুসুম দোলা’, ‘কোজাগরী’, ‘এক্কা দোক্কা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে জায়গা করে নেন দর্শকের মনে। যদিও প্রথম দিকে ক্যামেরার সামনে দাঁড়ানো ছিল তার কাছে এক চ্যালেঞ্জ।
ধারাবাহিকে অভিনয়ের কোনও প্রথাগত প্রশিক্ষণ না থাকলেও, শুটিং ফ্লোরেই একাধিক ভুলের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন অপরাজিতা। নিজেই বলেছেন, এখনও বুঝতে পারেন না ঠিক কতটা অভিনয় তিনি রপ্ত করতে পেরেছেন, তবে তিনি বিশ্বাস করেন— চেষ্টার মধ্যে দিয়েই আত্মবিশ্বাস জন্মায়, এবং সেখান থেকেই আসে সাফল্য, অপরাজিতা যেন আরো একবার প্রমাণ করলেন।
আরও পড়ুনঃ আংটি বদল করল আকাশ-শুভ! স্মৃতি না ফেরায় নিজেকে আঘাত করল আয়ান! তবে, কী এবার সত্যিই পথ আলাদা হচ্ছে আদৃত-শুভলক্ষ্মীর?
আজ তিনি পর্দার এক অভিজ্ঞ মুখ, তবে তার যাত্রাপথ বলে দেয়— সবসময় প্ল্যান মতো জীবন চলে না। অন্য কিছুর স্বপ্ন দেখলেও, কখন কোন মোড়ে এসে দাঁড়াবে জীবনের গতি, তা বোঝা যায় না। অপরাজিতা ঘোষ দাসের এই গল্প তাই কেবল একজন অভিনেত্রীর নয়, বরং একজন স্বপ্নভঙ্গের পরেও নিজের মতো করে এগিয়ে চলা নারীর লড়াইয়ের গল্প। অভিনেত্রী হিসেবে অপরাজিতাকে আপনাদের কেমন লাগে?