তিলোত্তমার জন্য এক বাক্য‌ও খরচ করেননি, কিন্তু জোরদার উৎসব পালন অনির্বাণের, ট্রো’লের ঝড় নেটপাড়ায়

কালীপুজোর রাতে বারাসাতে রাস্তায় দেখা গেল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বাইক চালাতে। এটি নিয়ে প্রথমে কোনো সমস্যা ছিল না, কিন্তু তার মাথায় হেলমেট না থাকার বিষয়টি চোখে পড়তেই শুরু হলো বিতর্ক। এর আগে আরজি কর হাসপাতালের ঘটনায় নীরব থাকার জন্য ট্রোলের মুখে পড়েছিলেন অনির্বাণ। এবার নতুন করে তাকে নিয়ে কটাক্ষ শুরু হয়েছে নেটপাড়ায়। অভিনেতাকে নেটিজেনদের সমালোচনার শিকার হতে হয় তার দায়িত্বহীন বাইক চালানোর কারণে। বিশেষত, হেলমেট না পরার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে।

সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার অনির্বাণ ভট্টাচার্য!

অনির্বাণ বারাসাতে এসেছিলেন তার আসন্ন সিরিজ “তালমার রোমিও জুলিয়েট”-এর প্রচারে। কালীপুজোর এক বিশেষ আয়োজনে তিনি এবং সিরিজের আরও দুই মুখ্য অভিনেতা দেবদত্ত রাহা ও হিয়া রায় উপস্থিত ছিলেন। এই প্রচার উপলক্ষে তারা প্রায় ১০০ বাইক নিয়ে বারাসতের রাস্তায় র‍্যালি করেন। তবে, এই র‍্যালির ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তেই তাকে ট্রোল করা শুরু হয়। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, জনপ্রিয় মুখ হিসেবে তিনি কেন ট্রাফিক নিয়ম মানেননি। অনেকেই তাকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে নীতির দিক থেকে আদর্শ হওয়ার আহ্বান জানান।

ভিডিওটি এক পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়ার পরপরই সমালোচনার ঝড় বয়ে যায়। একজন মন্তব্য করেন, “এবার আর পুলিশ চোখে দেখতে পায় না।” আরেকজন কটাক্ষ করে লেখেন, “এই লোকটা যেন লম্বা ঘুম থেকে জেগে উঠেছে! এতদিন আরজি কর নিয়ে চুপ ছিল, এবার বেআইনি কাজ শুরু।” অনেকে অনির্বাণকে আগে ভালো মনে করলেও এই ঘটনায় তার প্রতি হতাশা প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, এমন দায়িত্বজ্ঞানহীন কাজ তার সম্মান নষ্ট করেছে। সোশ্যাল মিডিয়া অনেকেই তার হেলমেট না পরা নিয়ে কড়া সমালোচনা করেছেন।

“তালমার রোমিও জুলিয়েট” হলো উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি “রোমিও অ্যান্ড জুলিয়েট” অবলম্বনে নির্মিত। অনির্বাণ এই সিরিজে অভিনয়ের পাশাপাশি কার্যনির্বাহি পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি প্রকাশিত সিরিজের টিজারে দেবদত্তকে দেখা গেছে ইন্দুবালা ভাতের হোটেলের মণিরুল চরিত্রের পরে নতুন ভূমিকায়, এবং হিয়া রায় জুলিয়েট চরিত্রে অভিনয় করেছেন। টিজার প্রকাশের সময় ঘোষণা করা হয়, “পড়বে সিটি, বাজবে তালি – থাকছে বন্দুক, চুমু, আর সঙ্গে কিছু গালি!” যা প্রমোশনের জন্য এক বিশেষ স্টাইল।

আরও পড়ুন: জলসার নকল করেই চলছে জি বাংলার! ‘দেশের মাটি’কে হুবহু টুকে দিয়েছে ‘মিত্তির বাড়ি’! তীব্র কটাক্ষ দর্শকদের

এই সিরিজে অনির্বাণ, দেবদত্ত ও হিয়া ছাড়াও আরও অভিনয় করছেন উজান চট্টোপাধ্যায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়, পায়েল দে, জয়দীপ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, দেবদাস ঘোষ এবং বুদ্ধদেব দাস। দুর্বার শর্মার লেখা চিত্রনাট্যের উপর ভিত্তি করে এই সিরিজটি বিনোদনের পূর্ণ সম্ভার নিয়ে আসছে বলে জানা গেছে।

Back to top button