বাংলা টেলিভিশনের পর্দায় দীর্ঘদিন ধরে পরিচিত এক মুখ ‘দেবোত্তম মজুমদার’ (Debottam Majumdar) । পর্দায় কখনও নায়ক, কখনও পার্শ্বচরিত্রে অভিনয় করেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এই প্রতিভাবান অভিনেতা। ‘কেয়া পাতায় নৌকা’ (Keya Patar Nouko) ধারাবাহিকে নায়ক রূপে আত্মপ্রকাশ করেছিলেন দেবোত্তম, আর সেই সময় থেকেই তাঁর জনপ্রিয়তা তৈরি হয় দর্শক মহলে। আজ তিনি নানান জনপ্রিয় ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও, তাঁর অভিনয়ের আত্মবিশ্বাস আর জনপ্রিয়তা এখনও কমেনি।
কিন্তু অভিনয় জগতের আলোঝলমলে দুনিয়ার বাইরে দেবোত্তম একজন নিতান্ত ঘরোয়া মানুষ। কাজের বাইরে পরিবারকে নিয়েই মেতে থাকেন তিনি। সম্প্রতি সেই আবেগমাখা দিকটিই আবার ধরা পড়ল অভিনেতার একটি সমাজ মাধ্যমের পোস্টে। উল্লেখ্য ২৩ মে দেবোত্তমের পরিবারে ছিল এক বিশাল উৎসব। কারণ, তাঁর প্রিয় দাদু পা দিলেন জীবনের শততম বর্ষে।
এই বিশেষ মুহূর্তে পরিবারকে সঙ্গে নিয়ে দেবোত্তম আয়োজন করলেন এক অসাধারণ জন্মদিনের অনুষ্ঠান। কেক কাটা, হাসি-মজা আর ১০০টি মোমবাতির আলোর থেকে যেন সম্পর্কের উষ্ণতা ছিল একটু বেশি। শতবর্ষে পদার্পণ করেও দেবোত্তমের দাদু একজন চনমনে ও প্রাণবন্ত মানুষ, যেন বয়স কেবলই একটা সংখ্যা মাত্র তাঁর কাছে।
সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি অভিনেতা নিজেই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ছবির ক্যাপশনে লেখেন, “১০০তম জন্মদিন উদযাপন করে আমরা ধন্য। আমাদের তরুণ যুবক, আমাদের মনিদাদু, যিনি তাঁর ১০০তম জন্মদিনে এখনও স্বমহিমায় সোজা হয়ে বসে আছেন, জন্মদিন উদযাপন প্রত্যক্ষ করতে পেরেছেন। সকলেই দাদুকে জন্মদিনের শুভেচ্ছা জানিও!”
আরও পড়ুনঃ “উত্তমকে চুমু খেতে ইচ্ছা করছে খুব, আমার বাড়ি পাঠিয়ে দিও তো”— সুপ্রিয়া দেবীকে ফোন করে বলেন সুচিত্রা সেন! উত্তরে সুপ্রিয়া দেবী যা বলেছিলেন, শুনে চমকে উঠেছিলেন মহানায়িকা!
দেবোত্তমের এই পারিবারিক ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল হয়েছে। ভক্তরাও জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দাদুকে। কোনও গ্ল্যামার নয়, এই পোস্টে ফুটে উঠেছে কেবল পরিবারের উষ্ণতা, প্রজন্মের মেলবন্ধন এবং সম্পর্কের গভীরতা। দেবোত্তম আবারও প্রমাণ করলেন, তিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেরও এক দৃষ্টান্ত।