Pratik Sen: মুখ্য চরিত্র থেকে জনপ্রিয় সিরিয়ালে এসেছেন সাইড রোলে, কিছুতেই যোগ্য সম্মান পাচ্ছেন না “মোহর” সিরিয়ালের শঙ্খ স্যার! সকলের সামনে ক্ষোভে ফেটে পড়লেন প্রতীক সেন

আজ যাদের পর্দায় দেখছি তারা কত পরিশ্রমের পর সেখানে পৌঁচেছেন এটা ধারণা করাও শক্ত। কিন্তু এত কিছুর পরও যখন মানুষে সেখানে নিজের যোগ্যতা অনুযায়ী সম্মান পান না, তাতে ক্ষোভ, হতাশা আসা খুবই স্বাভাবিক। এই হতাশা নিয়ে বহু মানুষ সরি লড়াই ছেড়ে দিয়েছেন। আবার অনেকে শুধু নিজেকে প্রমাণ করতেই ব্যস্ত থাকছেন।

কিন্তু পর্দায় আমরা যাদের দেখতে পাই তাদের অধিকাংশের এই হতাশাই দেখা যায়। পর্দায় তাদের দেখে এটা বোঝার জো থাকে না। তবে এরকমই হতাশায় ভুগছেন আমার আপনার প্রিয় একজন শিল্পী। তাঁকে একটার পর এক হিট ধারাবাহিকে দেখা যাচ্ছে। এমন কী বহু ধারাবাহিকে তাঁকে মাঝে আনা হচ্ছে শুধু মাত্র দর্শকদের অনুরোধে। দর্শকদের কাছ থেকে তিনি এতটাই ভালোবাসা পাচ্ছেন বলে।

কে বলুন তো তিনি? তাঁর ঝুলিতে কিন্তু একের পর এক হিট সিরিয়াল। খোকাবাবু, মোহর, সাহেবের চিঠি থেকে এক্কাদোক্কা। আর এই সিরিয়ালগুলির জনপ্রিয় নায়ক যার নাম, প্রতিক সেন। কিন্তু তাঁর কেন এট হতাশা।

Pratik Sen to share screen with former co-star Sona Moni Saha in 'Ekka Dokka'; set to recreate 'Mohor' magic - Times of India
একটা সিরিয়াল শেষ হতে না হতেই যখন তাঁর কাছে অন্য সিরিয়ালের ডাক চলে আসে। আসলে সমস্যাটা সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে কারোর সম্মান যোগ্যতা পপুলারিটি তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্ট দেখে খুব সহজেই বিচার করে নেওয়া হচ্ছে।

Pratik Sen Is Coming Into Ekka Dokka Serial As Dr Guha
আর এই বিষয়েই হতাশার শেষ নেই অভিনেতার। তিনি তাঁর একটি পুরনো ফেসবুক পোস্ট শেয়ার করে লিখেছেন এই হতাশাটা তাঁর একই আছে। তিনি লিখেছেন, “ঠিক কী করলে বা কোন পেশাগত যোগ্যতা থাকলে বা ঠিক কী পরিমাণ জনপ্রিয়তা থাকলে ওই নীল রঙের একটি টিক আমার ফেসবুকের মাথায় যুক্ত হতে পারে?” আসলে ফেসবুকে ভেরিফিকেশন না পাওয়ায় সত্যিই বেজায় সমস্যায় পড়েছেন অভিনেতা