বিরাট খবর! টলিপাড়ার দুই মহারথী এবার মুখোমুখি! আসছে প্রসেনজিৎ, জিৎ অভিনীত খাকি!

সম্প্রতিক নেটফ্লিক্সের (Netflix) জন্য নির্মিত একটি সিরিজের টিজার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। একদিকে অভিজ্ঞ প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) , অন্যদিকে অ্যাকশন হিরো জিৎ (Jeet) —এই জুটিকে একসঙ্গে দেখা যাবে বলে অনেকেই এক্সসাইটেড। দুই মেগা স্টার এবার জুটি বাঁধতে চলেছেন এই প্যান ইন্ডিয়া প্রজেক্টে।

প্রসেনজিৎ ও জিৎ ছাড়াও সিরিজটিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মা, মিমো চক্রবর্তী ও ঋত্বিক ভৌমিকের মতো প্রতিভাবান অভিনেতারা। কলকাতার বন্দর এলাকা ও শহরের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়া এই সিরিজ বাস্তবধর্মী চিত্রনাট্য ও উত্তেজনাপূর্ণ দৃশ্যের জন্য ইতিমধ্যেই আলোচনায় এসেছে।

এই সিরিজে প্রসেনজিৎ অভিনয় করছেন এক শক্তিশালী রাজনৈতিক নেতার ভূমিকায়, আর জিৎ একজন পুলিশ অফিসারের চরিত্রে। দুই চরিত্রের সংঘর্ষ ও দ্বন্দ্বই হবে কাহিনির মূল আকর্ষণ। বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া এই সিরিজে থাকবে চক্রান্ত, ক্ষমতার লড়াই, এবং অপরাধ জগতের অন্ধকার দিকের গল্প।

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

বাংলা চলচ্চিত্রের দুই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ প্রথমবার একসঙ্গে পর্দায় আসতে চলেছেন নীরজ পাণ্ডের নতুন ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ। এই ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ক্রাইম-থ্রিলার ঘরানার এই সিরিজ কলকাতার অপরাধজগতের এক অজানা অধ্যায়কে তুলে ধরবে, যেখানে দুই তারকাই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

আরও পড়ুনঃ টলিপাড়ায় নতুন গুঞ্জন! রাই নয়, টলিপাড়ার এই অভিনেত্রীকে মন দিয়েছেন মিঠিঝোরার অনির্বাণ! নাম জানলে চমক যাবেন আপনিও

নীরজ পাণ্ডের পরিচালনায় এই সিরিজ বাংলা ও বলিউডের মেলবন্ধনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে। শক্তিশালী কাস্টিং ও টানটান গল্পের কারণে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ইতিমধ্যেই বছরের অন্যতম প্রতীক্ষিত সিরিজের তালিকায় উঠে এসেছে। আসন্ন মার্চ মাসের শেষ দিকে মুক্তি পাবে এই সিরিজটি। এখন দেখার, এই দুই তারকার যুগলবন্দি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে!

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)