কিছু কিছু ধারাবাহিক বাঙালির অত্যন্ত মনের কাছাকাছি রয়েছে! যা চাইলেও বাঙালি ভুলতে পারেনা। যে ধারাবাহিকগুলি শেষ হয়ে গেলেও তা চিরকালীন হয়ে রয়ে যায় দর্শকদের মনের মধ্যে! যেমন জলসার পর্দায় একদা সম্প্রচারিত হওয়া ধারাবাহিক ‘বউ কথা কও’ হোক কিংবা ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’! আজও বাঙালির মননে রয়ে গেছে এই দুই ধারাবাহিক। আর উল্লেখযোগ্য ভাবে এই দুই ধারাবাহিকে প্রধান নায়ক চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে প্রবল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা ‘ঋজু বিশ্বাস’ (Riju Biswas)। তবে যে নায়ক একদা দর্শকদের নয়নের মনি ছিলেন, তিনিই সাম্প্রতিক কিছু কারণে চক্ষুশূলে পরিণত হয়েছেন। কিন্তু কেন?
আসলে হঠাৎ করেই এখন এই অভিনেতার নাম জড়িয়েছে এক অপ্রত্যাশিত বিতর্কে। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু পোস্ট ঘিরে ছড়িয়ে পড়েছে নানা অভিযোগ, যা দেখে হতবাক অনেকেই। ঘটনাটি শুরু হয় বৃষ্টি মণ্ডল নামে এক তরুণীর দাবি থেকে-যিনি পেশায় মডেল বলেই জানা গেছে। তাঁর শেয়ার করা কিছু স্ক্রিনশটে দেখা গেছে (যদিও এখন মুছে ফেলা হয়েছে), ঋজু নাকি তাঁর সঙ্গে বারবার যোগাযোগ করেছেন এবং পরে কিছু অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ। অন্যদিকে, এই অভিযোগের পর থেকেই নেটমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তবে, অভিযোগ অনুযায়ী, ইনস্টাগ্রামে বৃষ্টির একটি পোস্ট থেকেই নাকি কথোপকথনের সূত্রপাত। পরে হোয়াটসঅ্যাপ নম্বর চাইতে গিয়ে পরিস্থিতি জটিল রূপ নেয়। সত্যিই কি ইন্ডাস্ট্রির কেউ অভিনেতার নামে এমন কিছু ঘটানোর চেষ্টা করছে? নাকি অন্য কোনও কারণ রয়েছে এর নেপথে? এই বিষয়ে অভিনেতা ঋজু বিশ্বাসের সঙ্গে আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে, তিনি স্পষ্ট করে জানান এই ঘটনার পেছনে সত্যতা! প্রথমেই ঋজু জানিয়েছেন, এসব অভিযোগের কোনও ভিত্তি নেই। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিতর্ক টেনে আনা হচ্ছে।
অভিনেতার কথায়, “আমি যে কাউকে কোনও অশালীন মন্তব্য করেছি, তাঁর কি কোনও প্রমাণ কেউ দিতে পেরেছে? ওই মেয়েটির পোস্ট করা ছবিতে এমন কোনও অসঙ্গতি চোখে পড়েছে কারোর? আমি যদি তার সঙ্গে কোন রকম খারাপ আচরণ করে থাকি, তাহলে সে পুলিশের দ্বারস্থ হবে এবং আইনের দ্বারস্থ হবে। সমাজ মাধ্যমে কেন এসব লিখে সময় নষ্ট করবে? আমি অভিনেতা হলেও নিজেকে কখনোই সাধারণ মানুষের থেকে আলাদা মনে করি না। কারোর ছবি বা পোস্ট দেখে যদি আমার ভালো লাগে, তাকে দুটো ভালো কথা বলাও কি অন্যায়?
আমি তো শুধুমাত্র সুন্দর লাগছে বলেছি, মেয়েটির প্রোফাইল দেখলে আপনারা বুঝতে পারবেন যে অনেকেই এর থেকেও খারাপ ভাষায় কথা বলেছে। আমাকে উল্টে মেয়েটি বারবার ফোন করার অনুরোধ করে, আমি রাজি না হওয়ায় সে খারাপ ভাষা প্রয়োগ শুরু করেন। একটা সময় আমার পেশাগত দিক নিয়েও কটুক্তি করে সে, তখন আমি তাকে সংযত হতে বলি। তারপরে সে আমাকে হুমকি দেয় ‘এক্সপোজ’ করে দেওয়ার। এর পরিপ্রেক্ষিতেই আমি তাকে বলি যে, আমিও আইনের দ্বারস্থ হচ্ছি। প্রথমত আমার নাম্বার সে সমাজ মাধ্যমে পাবলিক করে দিয়েছে, যেটা অত্যন্ত অন্যায়!
আরও পড়ুনঃ পোস্তায় চু’রির অভিযোগে ফের জেলে অভিনেত্রী, বাড়ি থেকে উদ্ধার সোনার গয়না!
দ্বিতীয়তঃ সাইবার সেলের দারস্ত হওয়ার পর, জেনেছি মেয়েটি আমার মত অনেককেই এমন প্রস্তাব দিয়েছে।” অভিনেতা আরও যোগ করেছেন, “কাল আমার নাম্বার পেয়ে যাওয়ার পর অনেকেই ফোন করে অশা’লীন ভাষায় আক্রমণ করছেন। কটুক্তি করছেন আমার পেশাদারিত্বকে তুলে। আমরা সমস্ত রকম তথ্য প্রমাণ নিয়ে থানা পুলিশ করেছি। ইতিমধ্যেই মেয়েটির করা পোস্ট ডিলিট করা হয়েছে, খুব তাড়াতাড়ি তাদের থানায় তলব করা হবে।” এই মুহূর্তে অভিনেতার মানসিক অবস্থা যথেষ্ট বিধ্বস্ত এই ঘটনার পর। তবে, বর্তমানে এই ঘটনা নিয়ে জল ঘোলা হলেও, এখন দর্শক থেকে সহকর্মী— সবাই অপেক্ষা করছেন অভিনেতার পরবর্তী পদক্ষেপের।







চরিত্র থেকে চেহারা নেটপাড়ায় ব্যক্তিগত আক্র’মণে জেরবার অভিনেত্রী কমলিকা ব্যানার্জি! পার্বতী চরিত্রে অভিনয় করতে গিয়ে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম, অকপট অভিনেত্রী! তবেই কি পরিবর্তন হল চরিত্রের?