২০২২ সালের ২০ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন বাঙালি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তিনি লড়াকু মেয়ে। দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছিলেন তিনি৷ তবুও শেষ পর্যন্ত জীবন যুদ্ধে দীর্ঘ লড়াইটা আর নিতে পারলেন না। প্রয়াত হলেন অভিনেত্রী। মেয়ের অসুস্থতার পর ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তাঁর মা শিখা শর্মা।
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মা শিখা দেবী মেয়ের মতোই প্রথম বার বিয়ের আগে ক্যানসারে আক্রান্ত হন। কিন্তু পরে সেরে ওঠেন। এরপর তিনি ঠিকই ছিলেন। কিন্তু ছোট মেয়ে ঐন্দ্রিলার অসুস্থতার পর থেকে আবারও তাঁর শরীরে ক্যানসারের লক্ষণ দেখা দিতে থাকে। অভিনেত্রীর মায়ের কেমো চলছিল বলে জানা যায়।
অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা কর্কট রোগকে দুবার হারিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু শেষবার তিনি স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন। চলে যান কোমাতে। সেই কোমা থেকে তিনি আর ফেরেননি।অভিনেত্রীর জীবনের শেষ দিন অবধি পাশে ছিল তাঁর পরিবার। অন্যদিকে, ঐন্দ্রিলার মা শিখা শর্মা ১৪ বছর আগে প্রথম বারের জন্য ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ঐন্দ্রিলার অসুস্থতার আগেই তিনি তাঁর শরীরে ক্যানসার ফিরে আসার রিপোর্ট হাতে পান।
তারপর থেকে চিকিৎসা চলছিল শিখা শর্মার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর মাকে তাঁর বড় মেয়ের সঙ্গে। তিনি তাঁর বড় মেয়ের হাত ধরে ছাদে হাঁটছেন। শরীরে অসুস্থতার ছাপ স্পষ্ট। হেসে হেসেই কথা বললেন তিনি। তবুও যে তিনি ক্লান্ত তা কথাতেই বোঝা যায়।
আরও পড়ুনঃ অবশেষে অসাধ্য সাধন! এক ফ্রেমে মহানায়কের দুই নাতি! কোথায় একসঙ্গে আসছেন শন-গৌরব?
বড় মেয়ে তার যত্ন নিচ্ছে। স্নান করিয়ে দিচ্ছে, ছাদে হাঁটতে বেরোচ্ছে। হাসিমুখে জানালেন ঐন্দ্রিলা শর্মার মা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার হওয়ার পর থেকেই অভিনেত্রীর মায়ের সুস্থতা কামনা করছেন সবাই। ভালো হয়ে উঠুন তিনি, যতটা দ্রুত সম্ভব নিজের দৈনন্দিন জীবনে।