“এমন মাতৃভাব আর সুর নিয়ে ভগবানকে ডাকলে, সে কি সারা না দিয়ে পারে!” — ছেলে কেশবকে কৃষ্ণভজন গেয়ে ঘুম পাড়ালেন মা মধুবনী! ভাইরাল ভিডিওতে মুগ্ধ নেটপাড়া!

বর্তমানে বিনোদন জগতে যখন চারিদিকে ভাঙনের সুর, তারই মধ্যে কিছু তারকা দম্পতি আছেন যাদের দেখে সত্যিই অনুপ্রাণিত হতে হয়। এনাদের মধ্যেই টালিউডের ছোট পর্দার এক জনপ্রিয় জুটি হলেন— ‘রাজা গোস্বামী’ (Raja Goswami) এবং ‘মধুবনী গোস্বামী’ (Madhubani Goswami)। প্রথম আলাপ দুজনেরই ছোট পর্দায় অভিনয়ের সূত্রেই, এরপর ভালোলাগা থেকে ভালোবাসা, আর পরবর্তীতে বিয়ে, বর্তমানে সুখী দাম্পত্য কাটাচ্ছেন দুজনে।

রাজাকে যদিও টিভির পর্দায় নিয়মিত দেখা যায়, মধুবনী কিন্তু পাকাপাকি ভাবে অভিনয় থেকে দূরে। অভিনেত্রী বারবার বলেছেন এই সিদ্ধান্ত তার একান্ত ব্যক্তিগত, কেউ তাঁকে অভিনয় ছাড়তে বলেননি। এমনকি শাশুড়ি মায়ের প্রশংসা করে অভিনেত্রী বলেন, “শাশুড়ি মা সবসময় চেয়েছিলেন আমি যাতে অভিনয়টা করি। আমাকে ঠেলে পাঠাতেন অভিনয় করতে, কিন্তু আমার সংসারটাই বেশি ভালোবাসার জায়গা। বিয়ের পর এখানে এমন আটকে গেছি বাইরের জগতে আর মন টেকে না।”

সুখী দাম্পত্য জীবনে অভিনেত্রী রয়েছে একটি পুত্র সন্তান। একটা সময় মা হতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। সেই সময় বাড়িতে এনেছিলেন একটি গোপাল ঠাকুর, তাঁকেই নিজের ছেলের মতন ভালোবাসেন। পরবর্তীতে যখন নিজের ছেলে হয়, তাঁর নাম রাখেন “কেশব”। প্রসঙ্গত অভিনেত্রী বরাবরই আধ্যাত্বিক মনস্ক। সংসার, স্বামী, সব কিছুর বাইরে ঠাকুর পূজো নিয়েই সময় কাটান। যদিও নিজস্ব একটি বিউটি পার্লার রয়েছে মধুবনীর।

প্রায়ই অভিনেত্রী ভগবান বন্দনার ভিডিও প্রকাশ্যে আসে, এদিনও তার ব্যতিক্রম হলো না। এদিন যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী ছেলেকে কৃষ্ণ ভজন শুনিয়ে ঘুম পাড়াচ্ছেন। সম্ভব সুরেলা কন্ঠে ভজন গাইছেন, আর কেশব চুপ করে শুনছে। বলাই বাহুল্য এর আগেও হনুমান জয়ন্তী উপলক্ষে সমগ্র হনুমান চল্লিশা পাঠ করে একটি ভিডিও শেয়ার করেনি। সেটিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুনঃ একুশ বছরের দাম্পত্য, দুই কন্যা থাকা সত্ত্বেও পরকীয়াতে মত্ত অভিনেতা যীশু সেনগুপ্ত! এবার সমাজ মাধ্যমে আনফলো করলেন বড় মেয়ে সারাকে!

এদিনও এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যেই। দর্শকেরা অভিনেত্রীর কন্ঠে ভজন শুনে রীতিমত মুগ্ধ। কোনও কোনোও মানুষ বলছেন, “এমন মাতৃভাব আর সুর নিয়ে ভগবানকে ডাকলে, সে কি সারা না দিয়ে পারে!” যদিও এই ভিডিওটি অনেক পুরনো। এই ভিডিওটি কি কেশবের জন্মের বেশ কিছুদিন পরের ভিডিও, যেখানে একরত্তি শিশুকে ঘুম পাড়াতে মা মধুবনী এই ভজন শুনিয়েছিলেন।