মেয়েই নিতকনে! তার হাত ধরেই সমস্ত কষ্ট পেরিয়ে নতুন জীবন মল্লিকা! বিয়ের পিঁড়িতে বসার আগে কেন কাঁদলেন অভিনেত্রী?

কথায় আছে, ‘মায়ে-ঝিয়ে ঝগড়া করা’ অর্থাৎ মায়ের সঙ্গী মেয়ের ঝগড়া করার কথা বলা হয়েছে প্রবাদ জগতে। অবশ্য, কথায় এই বাক্যের প্রচলন থাকলেও বাস্তব জগতে অনেক ক্ষেত্রেই মায়ে-ঝিয়ে অর্থাৎ মায়ের সঙ্গে মেয়ের ঝগড়ার থেকেও বন্ধুত্বের সম্পর্ক সমাজের মানুষের কাছে নিদর্শন হয়ে দাঁড়ায়। বর্তমানে এমনই এক বন্ধুত্বের সম্পর্ক যা কিনা এক প্রাপ্ত বয়সী মা’কে বিয়ের পিঁড়িতে বসালেন স্বয়ং তাঁর মেয়ে। পাত্রীর নাম মল্লিকা ব্যানার্জি (Mallika Banerjee), পেশায় একজন নামকরা টেলি অভিনেত্রী।

গত বছরের ডিসেম্বর মাসে এই অভিনেত্রীর আইনতভাবে বিয়ে হয়েছে ডাক্তার পাত্রের সঙ্গে। মেয়ের ইচ্ছের দাম দিয়ে ১৫ বছর পর তৃতীয় বার বৈবাহিক জীবনযাত্রা শুরু করতে চলেছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই গতকাল দুই পরিবারকে সাক্ষী রেখে মেয়েটির সঙ্গে পাত্র রুদ্রজিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার সাক্ষাৎকার দেখা যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই বিয়ের পিঁড়িতে বসার আগের মুহূর্তে ইমোশনাল হয়ে পড়েছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, মল্লিকার মেয়ে তাঁর সঙ্গে রয়েছে ছায়ার মতো। সাক্ষাৎকারীরা এই বিশেষ দিনের অনুভূতি নিয়ে টেলি অভিনেত্রীকে জিজ্ঞাসা করায় তিনি বলেন, “গরিমা আর আমার বাড়ির লোক এই সাপোর্টটা না করলে দ্বিতীয়বার এই জায়গায় সাহস করে কোনদিনই আসতে পারতাম না” এর সঙ্গে দেখতে পাওয়া যায় চোখের কোনে জল মল্লিকার। বিয়ের চিন্তা নিয়ে অভিনেত্রী নিজে থেকেই বললেন, “এত টেনশন হচ্ছে ইনফ্যাক্ট আমি বুঝতেই পারছিনা এখন আমি কী করবো? আমার পেট গুড়গুর করছে”।

আরও পড়ুনঃ আসছে নতুন সিরিয়াল, নতুন চমক! এবার জুটি বাঁধছেন সৈয়দ-খেয়ালী, নতুন জুটিকে পর্দায় দেখার জন্য উৎসাহী আপনারা?

পেশায় অভিনেত্রী হওয়ার দরুন মল্লিকার বিয়েতে বসেছে তারকার মেলা। অনেক সমাজ মাধ্যম এমনকি সংবাদমাধ্যমের দ্বারা ক্যামেরায় বন্দি হল মল্লিকার বিয়ের আশীর্বাদ। মল্লিকা কে দেখে তার মেয়ের অনুভূতি জিজ্ঞাসা করাতে বলে ওঠে, “মাকে দেখে প্রথমে আমি আমি বললাম কী প্রিটি লাগছে”। কথায় কথায় সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে অভিনেত্রী বলে “আর আমার সবচেয়ে ভালো লাগছে এই যে তোরা এত এসেছিস, এই ভাবে আমাকে সাপোর্ট করছিস, তাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে”। উল্লেখ্য বর্তমানে অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে ‘গীতা এলএলবি এবং ‘দুই শালিক’ নামের দুই জনপ্রিয় ধারাবাহিকে। সমাজ মাধ্যমিক দ্বারা এই ভিডিও দেখে অনেক অনুরাগীরা এমনকি নেটিজেনরাও সাধুবাদ জানিয়েছে, শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে নেট দুনিয়া।

You cannot copy content of this page