“এখনও স্বপ্নে এসে মহানায়ক উত্তম কুমার আমায় আদর করেন, স্বপ্নে তাকে চুমু থেকে বিছানায় টেনে আনা যায় না!”— মহানায়ক’কে নিয়ে অপূর্ণ ভালোবাসার বেফাঁস স্বীকারোক্তি মানসীর!

অভিনয়ে জীবনে প্রথম পা রেখেছিলেন ছোটবেলাতেই, মায়ের হাত ধরেই থিয়েটারের দুনিয়ায় পা রাখেন আজকের প্রিয় অভিনেত্রী ‘মানসী সিনহা’ (Manasi Sinha) , বয়স তখন মাত্র তিন। মা মণিদীপা রায় ছিলেন তাঁর প্রথম গুরু। ছোট ছোট নাট্যদলে মঞ্চের কাজ করতে করতেই হয়ে ওঠেন অভিনেত্রী, আর সেই পথ ধরেই একদিন তাঁকে আবিষ্কার করেন পরিচালক ‘তরুণ মজুমদার’। মানসী যখন ‘চারদুয়ার’ নাটকে অভিনয় করছিলেন, তখনই তরুণবাবুর নজরে আসেন তিনি। তারপর সিনেমায় প্রথম সুযোগ—ছবির নাম ‘আলো’। সেই শুরু, পরবর্তীতে টেলিভিশন হোক বা বড় পর্দা, একের পর এক চরিত্রে নিজের অভিনয়ের ছাপ রেখেই চলেছেন।

তবে শুধু অভিনয়েই থেমে থাকেননি মানসী সিনহা। ২০২৪ সালে তিনি পরিচালক হিসেবেও প্রথম আত্মপ্রকাশ করেন। ‘এটা আমাদের গল্প’ নামক একটি ছবির পরিচালনার মাধ্যমে নতুন ইনিংস শুরু করেন। শাশ্বত চট্টোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্যর মতো অভিনেতাদের নিয়ে তৈরি এই ছবি বক্সঅফিসে যেমন সাড়া ফেলেছে, তেমনই দর্শকের মনেও দাগ কেটেছে। তবে শিল্পী মানসীর জীবনের সবচেয়ে বড়ো সত্যি লুকিয়ে আছে তাঁর এক না বলা প্রেমের গল্পে, সেই প্রেম মহানায়ক উত্তম কুমারের প্রতি।

তিনি সাধারণ কেউ নন, মহানায়ক উত্তম কুমার (Mahanayak Uttam Kumar) ! যাকে নিয়ে মানসীর ভালবাসা যেন নিঃশব্দ উন্মাদনা। মাত্র ছয় বছর বয়সেই এই প্রেমের শুরু, তখন পর্দায় মহানায়ককে দেখে মাকে প্রশ্ন করেছিলেন—‘উনি কে?’ মা বলেছিলেন—”উনি উত্তম কুমার, বাঙালির মহানায়ক!” তখন থেকেই মানসীর কল্পনায় উত্তমের সঙ্গে প্রেমের গল্প শুরু, ব্যাস! আর থামেননি তিনি বরং দিনে দিনে বেড়েছে এই উন্মাদনার মাত্রা। নিজেকে তিনি কখনও ‘অনুরাগী’ হিসেবে ভাবেননি।

বরং সবসময় তিনি উত্তম কুমারের প্রেমিকা হিসেবেই নিজেকে পরিচয় দিয়ে এসেছেন। যদিও সেই প্রেম কখনও ব্যক্ত হয়নি, পূর্ণতা পায়নি। মানসীর এই প্রেমের গল্প নিছক কোনও নায়ককে ভালো লাগার নয়, তাঁর কল্পনায় উত্তম কুমার একটি বাস্তব চরিত্র। তিনি বলেন, তাঁর ভাবনায় প্রেম মানেই কোনও ফ্যান্টাসি নয়, বরং একান্ত নিজস্ব এক জগৎ। এই গল্পে উত্তম তাঁর পাশে বসে সাদা অ্যাম্বাসাডর চালাচ্ছেন, মাঝে মাঝে মানসীর উড়ে যাওয়া চুল ঠিক করে দিচ্ছেন। এমন দৃশ্যই মানসীর হৃদয়ে গেঁথে আছে বছরের পর বছর ধরে।

আরও পড়ুনঃ “নতুন দাম্পত্যকে দয়া করে বিষিয়ে তুলবেন না, যেমনটা আমার করেছিলেন”—নবদম্পতি দিলীপ ঘোষ আর রিঙ্কুর পাশে দাঁড়িয়ে সমাজের নোংরা মানসিকতাকে কটাক্ষ দোলন রায়ের

আজ ৫৬ বছর বয়সে অভিনেত্রী মানসী জীবনের অর্ধশতক পেরিয়েও তাঁর মনে সেই প্রথম প্রেম এক বিন্দুও শুকিয়ে যায়নি। তিনি বলেন, এখনো মনখারাপের রাতে চোখে ঘুম নেমে এলে, এখনও স্বপ্নে এসে মহানায়ক উত্তম কুমার তাঁকে আদর করে দিয়ে যান। কিন্তু সেই আদরে কখনও কোনও শালীনতা অতিক্রম করে না। এ যেন এক বিশুদ্ধ আবেগ, যেখানে প্রেমিক উত্তম কুমার হয়ে উঠেছেন মানসীর ভাবনার এক বাস্তব চরিত্র। অভিনেত্রী আরও বলেন, “তিনি উত্তম কুমার, স্বপ্নেও তাকে চুমু থেকে বিছানায় টেনে আনা যায় না!”

You cannot copy content of this page