“যে চরিত্র মনে ধরেনি, তা ছাড়তে দ্বিধা নেই, চরিত্রের জন্য আত্মসম্মানের সঙ্গে আপোস করব না!” স্পষ্ট কথা মিমির!

সম্প্রতি মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ডাইনি’(Dainee)। এটি তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ (Web series) এবং এখানে তিনি মূল চরিত্রে অভিনয় করেছেন। সিরিজের সাফল্যে উচ্ছ্বসিত মিমি। প্রশংসার বন্যায় ভাসছেন তিনি। এখন নতুন সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকলেও, সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘ডাইনি’-তে অভিনয়ের অভিজ্ঞতা, কেরিয়ার পরিকল্পনা এবং বিভিন্ন চরিত্র নির্বাচনের ব্যাপারে খোলামেলা আলোচনা করলেন অভিনেত্রী।

মিমির মতে, ‘ডাইনি’ মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসা পাচ্ছেন তিনি। যদিও সিরিজের পরিচালক প্রথমে প্রচারের অভাব নিয়ে একটু চিন্তিত ছিলেন, তবে মিমি বিশ্বাস করেন, ভালো কাজের জন্য আলাদা প্রচার প্রয়োজন হয় না, দর্শক নিজেরাই সেটি গ্রহণ করেন। প্রথম দিন থেকেই যেভাবে দর্শকের প্রতিক্রিয়া এসেছে, তাতে তিনি আপ্লুত। এমনকি প্রথমে মনে করেছিলেন, হয়তো বিশেষ কোনও দিনের জন্য এত ভালো প্রতিক্রিয়া মিলছে, কিন্তু পরে দেখেন দিন যত গড়িয়েছে, ততই প্রশংসা বেড়েছে।

Bengali actress

সিরিজের মূল চরিত্রের দায়িত্ব নিজের কাঁধে থাকায় কী চাপ অনুভব করেছিলেন? উত্তরে মিমি জানান, এটি অবশ্যই একটি বড় দায়িত্ব, তবে তিনি কখনোই অযথা চাপ নেন না। গল্প এবং চরিত্রের উপর তাঁর অগাধ বিশ্বাস রয়েছে। তাঁর মতে, কাজ যদি ভালো হয় এবং গল্প শক্তিশালী হয়, তাহলে মানুষ তা দেখবেই। তাই কেবলমাত্র তারকার উপস্থিতি নয়, ভালো কনটেন্টই প্রকৃত সফলতার মূল চাবিকাঠি। একজন অভিনেত্রী হিসেবে নিজের পছন্দ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন মিমি।

আরও পড়ুনঃ কর্তাদাদুর কঠোর সিদ্ধান্ত! নিজের পরিচয় গড়বে কথা, নাকি দাদুর নাতির সম্পর্ক জোড়া লাগাতে হার মানবে সে? ‘কথা’-তে আজকের পর্বে চরম টানাপোড়েন!

অভিনেত্রী হিসেবে মিমির কি কোনো নির্দিষ্ট চরিত্রে অভিনয়ের ইচ্ছে আছে? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, কাজের প্রতি তাঁর প্রবল খিদে রয়েছে। ভালো কাজ পেলেই তিনি তা করতে চান, তবে গল্প ও চরিত্রের মান তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিমি স্পষ্ট বলেন, তিনি কখনও নিজের কাজের মানের সঙ্গে আপোস করেননি এবং ভবিষ্যতেও করবেন না। প্রয়োজনে কোনো গল্প এবং চরিত্রও ছেড়ে দিতে হলেও তাতে তাঁর কোনো আফসোস থাকে না। তবে তিনি সবসময় নতুন এবং চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার জন্য প্রস্তুত থাকেন।

নারীকেন্দ্রিক গল্পের সংখ্যা ধীরে ধীরে বাড়লেও, পারিশ্রমিকের দিক থেকে এখনও অভিনেতাদের তুলনায় অভিনেত্রীদের কম প্রাধান্য দেওয়া হয় —এ বিষয়ে মিমি একমত। শুধু টলিউড নয়, বলিউডসহ গোটা বিশ্বেই এই অসমতা লক্ষ্য করা যায়। তবে এমনও কিছু ছবি রয়েছে যেখানে তিনি পুরুষ
সহ-অভিনেতাদের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছেন। ভবিষ্যতে এই পার্থক্য কমবে বলেই আশা করছেন তিনি। অভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন মিমি, কারণ তাঁর মতে, অনুরাগীরাই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছেন।

You cannot copy content of this page