সামনেই অঙ্কুশের সঙ্গে বিয়ে,অথচ এই বছর হবু বরের সঙ্গে দোল খেলতে রাজীই নন ঐন্দ্রিলা! কিন্তু কেন?
ইচ্ছে থাকলেও উপায় নেই। টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ছবি নিয়ে বেজায় ব্যস্ত। তার মধ্যেই আসছে রঙের উৎসব দোল। তা নিজের মতো করে না কাটালে হয়?
কিন্তু এই বছর দোলে বিশেষ কোনো পরিকল্পনা নেই নায়িকার। এই উৎসবে বেশ কিছু জায়গা থেকে আমন্ত্রণ পেয়েছেন নায়িকা। কিন্তু সেখানে না যাবার পরিকল্পনাও রয়েছে। কেন?
জানা গেছে বেশ কিছুদিন ধরেই ত্বকের নানা সমস্যায় ভুগছেন ঐন্দ্রিলা। এদিকে রঙের উৎসবে বাইরে বেরোবেন কিন্তু রং খেলবেন না ব্যাপারটা ঠিক মানানসই নয়।
যদি সব ঠিকঠাক থাকে তাহলে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন তিনি। বন্ধুদের সঙ্গেও আপাতত কোন প্ল্যান করেননি নায়িকা। তালিকায় নেই অঙ্কুশ বিক্রমের নাম। নায়িকার বন্ধুরা সবাই কাজে ব্যস্ত। বাড়ির দাদা বোনেরাও সকলে ব্যস্ত। এই বছর বিশেষ কোনো পরিকল্পনা নেই এই বিশেষ দিনটিকে ঘিরে।
প্রেমিক অঙ্কুশ হাজরার সঙ্গে সদ্য শেষ করলেন লাভ ম্যারেজ সিনেমার শুটিং। বহুদিন পর এই বাস্তব জুটিকে দেখা যাবে রিল লাইফের পর্দায়।