টেলিভিশনের পর্দা হোক কিংবা সিনেমা কিংবা ওয়েব সিরিজ, নিজের প্রতিভা আর স্পষ্টভাষী ব্যক্তিত্ব দিয়ে অভিনেত্রী ‘শ্রুতি দাস’ (Shruti Das) আজ এক পরিচিত নাম। ‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’, আর ‘রাঙা বউ’-র মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। ছোটপর্দার সেই দাপুটে উপস্থিতি তাঁকে নিয়ে গিয়েছে বড়পর্দায়ও। আর সেখানেও সফলতা ছিনিয়ে নিয়েছেন নিজের অভিনয় গুণেই। তাঁর অভিনীত ‘আমার বস’ (Aamar Boss) সিনেমা দর্শকমহলে যেমন প্রশংসিত হয়েছে, তেমনই বক্স অফিসেও ভালো সাড়া ফেলেছে।
স্টার জলসার ‘দেশের মাটি’ ধারাবাহিক শেষ হওয়ার পর বেশ কিছুদিন শ্রুতি ছিলেন পর্দার আড়ালে। কাজের সুযোগ মিলছিল না সহজে। আর সেই সময়টায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাঁর “নায়িকা” হওয়ার যোগ্যতা নিয়ে। চেহারা, গায়ের রং, সবই হয়ে উঠেছিল সমালোচনার বিষয়, কিন্তু শ্রুতি দাস থেমে যাননি। বরং সমাজ মাধ্যমে তাঁর বিরুদ্ধে ওঠা প্রতিটি অন্যায় মন্তব্যের কড়া জবাব দিয়েছেন। তিনি বারবার বোঝাতে চেয়েছেন—নায়িকার সংজ্ঞা শুধু বাহ্যিক সৌন্দর্যে আটকে থাকে না, বরং অভিনয়ই আসল পরিচয়।
জি বাংলার ‘রাঙা বউ’-তে ফিরে এসে শ্রুতি আরও একবার বুঝিয়ে দিয়েছিলেন, যে সাময়িক বিরতি কখনও একজন শিল্পীর প্রতিভাকে নষ্ট করতে পারে না। এই ধারাবাহিকটি শুরু থেকেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল, এক থেকে পাঁচের মধ্যেই থেকেছে ধারাবাহিক। শ্রুতির উপস্থিতি এবং অভিনয় দক্ষতা দর্শকের মনে নতুন করে দাগ কাটে। শ্রুতি প্রমাণ করেন, তাঁর ভিতরে থাকা শিল্পীর শক্তি আজও সমান উজ্জ্বল।
আরও পড়ুনঃ “পাত্রী চাই!”—মাত্র ছয় বছরের ছেলে আদিদেবের জন্য পাত্রী খুঁজছেন মা সুদীপা! বিয়ের বিজ্ঞাপন দিয়ে অনুরোধ জানালেন সবাইকে!
একটি পুরনো সাক্ষাৎকারে শ্রুতি নিজেই বলেছিলেন, “আমি ইন্ডাস্ট্রির তথাকথিত নায়িকা নই। ইন্ডাস্ট্রির ভাষায় আমি অসামান্য, অসাধারণ! তাই আমায় নিয়ে আলাদা করে ভাবতে হয়।” তাঁর সেই কথাই আজ ঠিক কতটা প্রমাণ হয়েছে, সেটা দর্শকরাই বলতে পারবেন। তবে নিজের লড়াইয়ে শ্রুতি যেমন আপসহীন, তেমনই অভিনয়েও অনন্য। ‘ডাইনি’ তাঁকে দেখানো হয়েছে এক অন্য চরিত্রে, নায়িকার গণ্ডির বাইরে থেকেও বড় মাপের চরিত্রে কীভাবে আলো ছড়ানো যায়,
সেটাই প্রমাণ করেছেন এই ওয়েব সিরিজে তিনি। একবার একটি অনুষ্ঠানে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে শ্রুতি বলেছিলেন, “পরেরবার কর্তৃপক্ষ আমায় না ডাকলেও, আমি কিন্তু ঠিক আসব দেখা করতে।” আর সেই মুহূর্তে দর্শকের উচ্ছ্বাসই প্রমাণ করে দিয়েছিল, তিনি শুধু একজন অভিনেত্রী নন, দর্শকের ভালোবাসায় গড়ে ওঠা এক আত্মবিশ্বাসী নাম! সেই ভিডিওটি নিজেই ভাগ করে লেখেন,”আমার নায়িকা হওয়ার নেই অনেকের সন্দেহ ছিল, তারপর যেটা ঘটলো!”
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।