দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন স্নেহা! এই বিরতিতে স্বামী-সন্তান থেকে সংসার বদলে দিয়েছেন তাঁকে! নিজের ছেলের ‘গায়ে হাত তোলা’ নিয়েও দ্বিধাহীন, বদলেছে স্নেহার জীবনদর্শন? এই বদল কি অভিনয়েও প্রভাব ফেলবে?

ছোট পর্দার একসময়কার পরিচিত মুখ ‘স্নেহা চ্যাটার্জী’ (Sneha Chatterjee) ফের ফিরছেন টেলিভিশনের পর্দায়। দর্শকের স্মৃতিতে এখনও টাটকা ‘পূবের ময়না’-র ‘মেঘ’ চরিত্রে তাঁর আবেগপ্রবণ অভিনয়। তবে এই দীর্ঘ বিরতির নেপথ্যে ছিল চরিত্র বাছাই নিয়ে নিজের স্পষ্ট দৃষ্টিভঙ্গি। বয়সের তুলনায় বড় চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না তিনি। ফলে, প্রস্তাব এলেও পছন্দ না হলে ফিরিয়ে দিয়েছেন।

এমন সাহসী সিদ্ধান্তে অভিনয় থেকে কিছুটা দূরত্ব তৈরি হলেও অভিনয়ের প্রতি ভালবাসা কিন্তু একটুও কমেনি। দীর্ঘ বিরতির পর অবশেষে তিনি ফিরছেন স্টার জলসার নতুন ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-র (Rajrajeshwari Rani Bhabani) হাত ধরে। যদিও তাঁর চরিত্র নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, কিন্তু এই প্রত্যাবর্তনেই রীতিমতো উচ্ছ্বসিত দর্শক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়—সংসার, স্বামী এবং সন্তান তাঁর জীবনে ঠিক কতটা পরিবর্তন এনেছে? প্রশ্নটা শুনেই হাসলেন স্নেহা। জানালেন, অভিনয়ের আগে তিনি রিয়েলিটি শো এবং নিউজ চ্যানেলে সঞ্চালনার কাজ করতেন। ছোটবেলা থেকেই ছিল গিটার শেখার আগ্রহ। সেই সূত্রেই এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় গিটার শিক্ষকটির সঙ্গে।

যিনি পরবর্তীতে হয়ে ওঠেন তাঁর জীবনসঙ্গী। স্নেহা বলেন, “বিয়ের পর প্রত্যেক মেয়ের জীবনেই বদল আসে। নিজের বাড়ি ছেড়ে নতুন একটা সংসার গড়ে তুলতে হয়, মানিয়ে নিতে হয় সবকিছুর সঙ্গে।” তবে স্বামী-স্ত্রী এক পেশায় যুক্ত থাকায় অনেক কিছুই সহজ হয়ে গিয়েছে বলে জানান তিনি। কিন্তু সন্তান জন্মের পর যেন জীবন একদম বদলে গিয়েছে।

নিজের মতো করে কিছু করার অবকাশই থাকে না, সবটাই নির্ভর করে সন্তানের সময়সূচির উপর। মায়ের ভূমিকা সম্পর্কে স্নেহা খুব স্পষ্ট। বলেন, “আগের থেকে অনেক ধৈর্য আর সহ্যক্ষমতা বেড়েছে আমার। তবে মা হিসেবে আমি একেবারে নিজের মায়ের মতোই—প্রয়োজনে শাসন করতেও দ্বিধা নেই। দরকার হলে গায়ে হাতও তুলতে পিছপা হই না।”

আরও পড়ুনঃ “সবাই আপনার মতো বিদ্যাসাগরও নন যে মাইলফলক দেখে ১-২ শিখবে।”— অভিনয় তত্ত্ব নিয়ে উত্তম কুমারকে কটাক্ষ করেন শুভেন্দু চট্টোপাধ্যায়! কী ঘটেছিল সেই দিন, যা শুনে স্তব্ধ হয়েছিল সবাই? প্রকাশ্যে আনলেন পুত্র শাশ্বত চট্টোপাধ্যায়!

তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি নেটিজেনদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অভিনয়ে বিরতির অন্যতম বড় কারণ ছিল চরিত্র নির্বাচনের প্রতি সততা, তবে এই সময়টা তিনি সন্তানের পারিবারিক শিক্ষার ভিত মজবুত করার কাজে লাগিয়েছেন। এতদিন কাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন, এবার স্নেহার জীবনের এই নতুন অধ্যায়ের জন্য দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page