“দীর্ঘদিনের পর্দার সঙ্গী দীপঙ্কর দে, কিন্তু বাস্তবেও কি কোন সম্পর্ক ছিল? অভিনেত্রী সোমা দে-কে ঘিরে জল্পনার অবসান!

বাংলা সিনেমা আর ধারাবাহিকের জগতে একটি পরিচিত নাম অভিনেত্রী সোমা দে। আজ যাঁকে দেখা যায় ঠাকুমা-দিদিমা বা প্রবীণ নারীর চরিত্রে, তিনিই এক সময় বড়পর্দায় ঝলমলে চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেছিলেন দর্শককে। তবে পর্দায় যতটা শান্ত-নম্র-স্থির, বাস্তব জীবনের গল্প তার চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর, সংগ্রামী আর চমকপ্রদ।

অনেকে ভুল করেই ধরে নেন অভিনেত্রী সোমা দে আসলে অভিনেতা দীপঙ্কর দে-র স্ত্রী। কারণ, বহুবার দীপঙ্করের সঙ্গে স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু বাস্তবে দীপঙ্করের স্ত্রী ছিলেন না সোমা। বরং সোমার স্বামীর নাম ছিল বিবেক চট্টোপাধ্যায়, যিনি আবার অভিনেত্রী সোমার প্রথম ছবি ‘জীবনের জটিলতা’ ছবির নায়ক। যদিও সেই ছবি কখনও মুক্তি পায়নি। সিনেমার সেটেই তাদের পরিচয়, প্রেম এবং পরিণয়। কিন্তু খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। পরে ডিভোর্স হয়ে যায় তাঁদের।

অভিনয়ের প্রতি প্রবল আকর্ষণ ছিল সোমার ছোটবেলা থেকেই, যদিও ইচ্ছে ছিল গায়িকা হওয়ার। তাই গানের তালিমও নিয়েছিলেন। কিন্তু পরিবারের কড়া আপত্তিকে অগ্রাহ্য করে সোমা সিদ্ধান্ত নেন অভিনয় করার। বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, থাকতে শুরু করেন হোয়াইট ব্লু সি বোর্ডিং-এ। সিনেমা হিট না হওয়া পর্যন্ত ওখানেই ছিলেন। পড়াশোনাও থামাননি, স্কটিশ চার্চ কলেজ থেকে চালিয়ে যান পড়া।

১৯৭৪ সালে ‘হারায় খুঁজি’ ছবির মাধ্যমে সিনেমায় পা রাখেন সোমা দে। তারপর একে একে ‘আলোয় ফেরা’, ‘বস্তির মেয়ে’, ‘কলঙ্ক’, ‘রামলক্ষণ’, ‘বন্ধন’, ‘ভাই আমার ভাই’-এর মতো বহু সিনেমায় কাজ করেন। ২০০০ সালে ‘এক আকাশের নিচে’ ধারাবাহিক দিয়ে ছোটপর্দায় আত্মপ্রকাশ। ‘অগ্নিপরীক্ষা’, ‘বেহুলা’, ‘যমুনা ঢাকি’, ‘মাধবীলতা’, ‘মুকুট’, ‘জগদধাত্রী’-তে নিয়মিতই দেখা গেছে তাঁকে। এখন ‘শলোকশারী’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

আরও পড়ুনঃ টলিউডে যাঁর প্রভাব অনস্বীকার্য, চলে গেলেন বহুমুখী প্রতিভার এক স্তম্ভ! পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বর্ষীয়ান অভিনেতার মৃ’ত্যুতে শোকস্তব্ধ টলিউড!

সোমা দে-র এক ছেলে ও এক মেয়ে— ছেলে সামন্তক চ্যাটার্জি, মেয়ে যোগ্যসেনী চ্যাটার্জি। মেয়ে একজন ক্লাসিক্যাল ডান্সার, যাঁর বিয়ে হয়ে গিয়েছে বছর দুই আগে। আর ব্যক্তিগত জীবন নিয়ে কোনওদিনই প্রকাশ্যে কথা বলেননি সোমা। দীপঙ্করের স্ত্রীর চরিত্রে অভিনয় করায় অনেকেই ধরে নিয়েছেন তাঁরা স্বামী-স্ত্রী। বাস্তবে দীপঙ্কর দে-র প্রথম স্ত্রী ছিলেন বান্টি রোজ দে, এবং দ্বিতীয়বার তিনি বিয়ে করেন দোলন রায়কে। তাই দর্শকদের মনে থাকা দীর্ঘদিনের ভুল এবার সংশোধনের সময় এসেছে।