বিয়ের পর অন্তঃসত্ত্বা অবস্থাতেই বুঝেছিলেন স্বামী সৌম্য পরকীয়া আসক্ত! মেয়ের জন্মের ১১ দিন পর থেকেই খবর নেননি বাবা! অকপট স্বরলিপি

চকচকে আলো, গ্ল্যামার আর হাত তালি—এই তিনেই গড়ে ওঠে বিনোদন দুনিয়ার রঙিন ছবি। কিন্তু এই আলোর নিচে লুকিয়ে থাকে এমন কিছু গল্প, যা অনেক সময়ই ধরা দেয় না দর্শকের চোখে। টলিপাড়ার বহু শিল্পীই এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন, যাঁদের জীবনে গ্ল্যামারের আড়ালে রয়েছে যন্ত্রণা, প্রতারণা আর লড়াইয়ের কাহিনী।

অভিনেত্রী স্বরলিপি একসময় ছোটপর্দায় জনপ্রিয় মুখ ছিলেন। তাঁর অভিনয় দর্শকের মন জিতেছিল, কিন্তু বাস্তব জীবনের গল্পটা যেন রূপকথার উলটো দিক। ২০১৭ সালে অভিনেতা সৌম্যর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তবে সেই সংসার টেকেনি। এখন একমাত্র মেয়ে সহচরী ওরফে পুটলিকে নিয়েই তাঁর জীবন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বরলিপি জানিয়েছেন, বিয়ের পর অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি বুঝতে পেরেছিলেন স্বামীর জীবনে অন্য কেউ রয়েছে। ধীরে ধীরে দূরত্ব বেড়েছে। মেয়ে জন্মের ১১ দিন পর থেকেই নাকি তার বাবা আর খবরই নেননি। ছোটবেলায় পুটলি বাবাহীন জীবন বুঝতে পারত না, বারবার মায়ের কাছে বলত—“আমারও বাবা চাই।” এখন অবশ্য শিশুমনটা বড় হয়েছে, সে নিজেই বলে, “আমার বাবা নেই, আমার বাবা চাই-ও না।”

তবে ব্যক্তিজীবনের এই অধ্যায়ই শেষ নয়, সম্প্রতি অভিনেত্রী এমন এক ঘটনা প্রকাশ্যে আনলেন যা নাড়িয়ে দিয়েছে টলিপাড়া। স্বরলিপির দাবি, এক টলিউডের প্রযোজক তাঁকে বলেছিলেন, যদি তিনি তাঁর সঙ্গে রাত কাটান, তবে তাঁকে যীশু সেনগুপ্তের বিপরীতে সিনেমায় সুযোগ দেওয়া হবে।

আরও পড়ুনঃ এবার ভোটের লড়াইয়ে ইমন? ‘প্রস্তাব এলে নিশ্চয়ই ভেবে দেখব!’ মুখ খুললেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা

স্বরলিপি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাঁর কথায়, “কাজ নয়, সম্মানটাই আগে।” এমন সাহসী অবস্থান অনেক তরুণী শিল্পীর কাছে উদাহরণ হয়ে উঠেছে। গ্ল্যামারের জগতের অন্তরালে থাকা এই বাস্তবই প্রমাণ করে—সব আলোয়ই যে উজ্জ্বলতা থাকে না, কিছু আলো কেবল জ্বলে ওঠে সত্য বলার সাহসে।

You cannot copy content of this page