টলিপাড়ায় এখন শুধুই খুশির হাওয়া। একের পর এক তারকার জীবনে আসছে নতুন অধ্যায়, আর সেই আনন্দের খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনার পারদ চড়ছে ভক্তমহলে। শোনা যাচ্ছে, টেলিভিশনের জনপ্রিয় মুখগুলোর জীবনে ঘটতে চলেছে বড়সড় পরিবর্তন। তবে ঠিক কী ঘটছে, তা নিয়ে চলছে চর্চা।
টলিউডে নতুন সদস্যদের আসার খবর ঘিরে উত্তেজনা তুঙ্গে। তারকা দম্পতিদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে, এমনই খবর ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই নতুন অতিথিদের নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। কবে আসবে সেই বিশেষ মুহূর্ত, তার অপেক্ষায় সবাই।
জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত তাঁর মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে মৌমিতা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা মানসী বর্তমানে পুরোপুরি বিশ্রামে রয়েছেন। তিনি কিছুদিন আগেও শুটিংয়ে সক্রিয় ছিলেন, তবে এখন পরিবার ও নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিচ্ছেন। তাঁর দ্বিতীয় সন্তানের আগমন নিয়ে বেশ উত্তেজিত মানসী এবং তাঁর পরিবার।
আরও পড়ুনঃ অনির্বাণের সঙ্গে এনগেজমেন্টের মাঝেই কোয়েলের পর্দা ফাঁস! ক্ষমা চাইতেই অনির্বাণের গালে সপাটে চড় মেরে আয়না দেখালো রাই
অন্যদিকে, রূপসা চ্যাটার্জি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের গর্ভাবস্থার খবর শেয়ার করেছেন। তিনি ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন। বর্তমানে রূপসা কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের এবং পরিবারের জন্য সময় দিচ্ছেন। তিনি নতুন কোনও প্রজেক্টে কাজ শুরু করবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
মানসী এবং রূপসার এই সুখবর তাঁদের ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ তুলেছে। নতুন সদস্যদের আগমনের জন্য অপেক্ষা করছেন সবাই, আর এই অপেক্ষা ঘিরে টেলিপাড়ায় তৈরি হয়েছে এক অন্যরকম উচ্ছ্বাস।
“দুই বাচ্চার মা…২০২৫ এ ধূমকেতু হলে নিতাম না!”— ছবি হিট হতেই বদলে গেলেন দেব, শুভশ্রীর অবদান ভুলে গিয়ে মাতৃত্বকে করলেন হেয়! “অপমান করার সাহস কে দিয়েছে? এক মাকে অপমান মানে নিজের মাকেও অপমান।” “আগে মানুষ হও, তারপর অভিনেতা বা প্রযোজক হও”— কটাক্ষ নেটপাড়ার!