টলিপাড়ায় এখন দুই নায়ক এর মধ্যে বেজায় প্রতিযোগিতা চলছে। তারা নিজেরা প্রতিযোগিতা করছেন না। তাদের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রিয় নায়কের হয়ে গলা ফাটাচ্ছে। আপনারা জানতে চান কারা এই দুজন?
এই দুজন হলেন শন ব্যানার্জি এবং আদৃত রয়। একজন স্টার জলসার মন ফাগুনের নায়ক আর একজন জি বাংলার মিঠাই এর নায়ক। দুজনের বিশাল ভক্ত সংখ্যা। গতকাল আমরা আপনাদের দেখিয়েছিলাম শোন ব্যানার্জীর কিছু হটেস্ট লুকের ছবি।
অন্যদিকে আজকে আমরা আপনাদের দেখালাম আদৃত রয়ের হট ফিগারের ছবি। উচ্ছে বাবু আগে কিন্তু মডেলিং করতেন তাই সে সময়ের কিছু ফটো আপনাদের আজকে দেখানো হলো আমাদের টিমের পক্ষ থেকে।
বড় পর্দায় অভিনয়ের পর ছোটপর্দায় আসেন আদৃত এবং উচ্ছে বাবু চরিত্রে ফাটিয়ে অভিনয় করছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খোলামেলা নন এবং মিডিয়ার সামনে তিনি খুব একটা আসতে চান না।
উচ্ছে বাবুর এই ছবি দেখে এখন মাথা ঘুরছে তার ভক্তদের।আদৃত যে এত হট হতে পারে তা তাদের ধারণার বাইরে ছিল। এই ছবি সোশ্যাল মিডিয়ায় যে এবার ভাইরাল হয়ে যাবে তা বলাই বাহুল্য।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!