টেলিভিশনের জনপ্রিয় মুখ অহনা দত্ত আবারও শিরোনামে। ‘অনুরাগের ছোঁয়া’র মিশকার চরিত্রে অভিনয় করে যেমন পরিচিতি পেয়েছেন, তেমনই ব্যক্তিগত জীবন নিয়েও তাঁকে ঘিরে নানা আলোচনা হয়েছে। বিয়েবিচ্ছেদের পর লিভ-ইন, ২১ বছর বয়সে মা হওয়া কিংবা মায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন— সবই তাঁকে বারবার আলোচনায় এনেছে। গত জুলাইয়ে কন্যা সন্তান মীরার জন্মের পর জিমে ফিরেছেন তিনি, আর সেখানেই এবার ঘটল অস্বস্তিকর অভিজ্ঞতা।
মঙ্গলবার জিমের বাইরে দাঁড়িয়েই একটি ভিডিও পোস্ট করেন অহনা। তাঁর পরনে ছিল হাতকাটা, শরীরচাপা জিম পোশাক। সেই পোশাক পরে বাইরে বেরোতেই যে অস্বস্তির মুখোমুখি হতে হয়েছে, তা ভিডিওতে জানান তিনি। অহনা বলেন, জিম তাঁর বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট দূরে। তাই প্রতিদিন টোটো করেই যান। নিয়মিত যাওয়ার জন্য একটি টোটো বুকও করে রেখেছেন।
অহনার অভিযোগ, বাইপাসের ধারে সেই পাঁচ মিনিটের পথেই একের পর এক পুরুষ তাঁর দিকে তাকিয়ে থাকেন। টোটো খোলা থাকায় সবটাই চোখে পড়ে। হাঁ করে তাকিয়ে থাকা সেই দৃষ্টি তাঁকে অস্বস্তি ও আতঙ্কে ফেলেছে। তিনি বলেন, পোশাকের মধ্যেই কি কোনও সমস্যা আছে, না কি অন্য কিছু, তিনি বুঝে উঠতে পারছেন না— তবে পথের প্রতিটি মুহূর্তই অস্বস্তিকর লেগেছে তাঁর।
তিনি আরও জানান, শুধু গাড়ির ভিতর বা কাজের জায়গায়ই নিজেকে নিরাপদ মনে হয় এখন। রাস্তাঘাট, টোটো বা অন্য কোনও পাবলিক ট্রান্সপোর্টে উঠলেই অস্বস্তি তৈরি হয়। প্রতিবার যেন একই অভিজ্ঞতা ফিরে আসে। এই পরিস্থিতি নিয়ে তাঁর ক্ষোভ ও অসহায়তাও প্রকাশ করেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ “চরিত্র সম্পূর্ণ হয়েছে, রামকান্তকে আর দেখা যাবে না ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’তে…বাধ্যবাধকতা ছিল, এতদিন ঘোষণা করতে পারিনি” দীর্ঘদিনের জল্পনার ইতি, দর্শকের আশা ভেঙে ঘোষণায় সায়ন বোস! তবে কি ইতিহাস বিকৃতি, নাকি চরিত্র ছাঁটাইয়ের নেপথ্যে অন্য কারণ?
শেষে নিজের কাতর অনুরোধ জানিয়ে অহনা বলেন, মেয়েদের জন্য পৃথিবীটা যেন একটু বেশি নিরাপদ করা হয়। সদ্য মা হওয়ায় তাঁর উদ্বেগ আরও বেড়েছে। নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই হয়তো আজকের অভিজ্ঞতা তিনি খোলাখুলি ভাগ করে নিলেন সমাজের সঙ্গে।






‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সংসার চলে, আবার দাদাদের বাইকও চলে…স্ত্রীরা স্বাবলম্বী হচ্ছে আর স্বামীরাও তেল ভরার টাকা পাচ্ছে!’ সায়নীর মন্তব্য ঘিরে বিতর্ক, ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া নেটপাড়ায়!