অনুরাগের ছোঁয়ার প্রথম পর্বে তিনি ছিলেন ধারাবাহিকের অন্যতম আকর্ষণ! মাতৃত্বের অনুভূতির পর ফের ছোট পর্দায় ফিরছেন মিশকা ওরফে অহনা? দেখা যাবে ‘অনুরাগের ছোঁয়া’-র দ্বিতীয় অধ্যায়ে?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করেছে তার গল্প। এক সময় এই ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ছিলেন মিশকা — যাঁর চরিত্রে অভিনয় করে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত। কিছুদিন আগেই মা হয়েছেন তিনি, আর তারপর থেকেই প্রশ্ন উঠেছিল— এবার কি তবে পর্দায় ফিরছেন মিশকা?

সন্তানের জন্মের পর কিছুটা সময় বিশ্রামে ছিলেন তিনি। মাতৃত্বকালীন সময়ে একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, নিজের নতুন জীবনের অধ্যায় উপভোগ করছেন তিনি। তবে ছোট পর্দায় তাঁর অনুপস্থিতিতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের গল্প অনেকটাই বদলে গেছে, চরিত্রগুলো বড় হয়েছে, আর দর্শকদের মনে নতুন প্রশ্ন— আবারও কি মিশকার প্রত্যাবর্তন ঘটতে চলেছে?

চ্যানেল সূত্রে জানা গিয়েছে, অনুরাগের ছোঁয়া-র দ্বিতীয় অধ্যায়ে নতুনভাবে সাজানো হচ্ছে গল্প। সোনা ও রূপা এখন বড় হয়ে গিয়েছে, আর তাঁদের জীবনের নতুন পর্ব শুরু হতে চলেছে। ঠিক এই সময়েই নাকি ফিরছে মিশকার চরিত্র! ধারাবাহিকের টিম চাইছে, প্রথম অধ্যায়ের জনপ্রিয় মুখদের মধ্যে কয়েকজনকে নতুন আকারে ফিরিয়ে আনা হোক, যাতে পুরনো দর্শকদের সংযোগ বজায় থাকে।

অহনা দত্ত যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে ঘনিষ্ঠ সূত্র বলছে— তিনি শিগগিরই ক্যামেরার সামনে ফিরছেন। এখনই নয়, তবে দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ট্র্যাকে তাঁর এন্ট্রি হতে পারে। মা হওয়ার পর প্রথমবার পর্দায় ফেরা তাঁর জন্যও বিশেষ একটি মুহূর্ত হবে।

আরও পড়ুনঃ “জীবনটা ‘শকুন্তলা বড়ুয়ার মেয়ে’, ‘আশিস বিদ্যার্থীর স্ত্রী’ হিসেবেই বেঁচেছি, এবার নিজের পরিচয় বাঁচতে চাই!” “আশিসের স্ত্রী দরকার ছিল, বন্ধু না!”— এতদিন পর জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন আশিস বিদ্যার্থীর প্রাক্তন স্ত্রী পীলু! জানালেন কীভাবে সমাজের পরিচয় ছাপিয়ে নিজের অস্তিত্বকে ফিরে পেয়েছেন তিনি!

অহনার অনুরাগীরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকেই লিখছেন, “মিশকা ছাড়া অনুরাগের ছোঁয়া অসম্পূর্ণ।” ফলে আশা করা যায়, দ্বিতীয় অধ্যায়ে অহনা দত্তের ফিরে আসা আবারও নতুন মাত্রা এনে দেবে ধারাবাহিকের গল্পে— আর আবারও ছুঁয়ে যাবে দর্শকের মন।