সন্তান জন্মের চার মাসের মধ্যেই দুরন্ত চরিত্রে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী অহনা দত্ত! ‘মিশকা’-র ইমেজ ছাপিয়ে নতুন চরিত্রে দেখা মিলবে এবার তাঁর

মাতৃত্বের মধুর ব্যস্ততার পর আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অহনা দত্ত। ‘অনুরাগের ছোঁয়া’য় ‘মিশকা’ চরিত্রে তার অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। তাই তিনি বিরতি নেওয়ার পর থেকেই জোর গুঞ্জন ছিল, কবে আবার তাকে পর্দায় দেখা যাবে। একদিকে পুরনো ধারাবাহিকে ফেরার প্রস্তাব, অন্যদিকে নতুন সিরিয়ালের অফার—দোটানার মধ্যেই অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অহনা। ফিরছেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’–তে।

নতুন এই মেগাটি নির্মাণ করছেন সৃজিত রায় ও শৌভিক চক্রবর্তী। মুখ্য চরিত্রে থাকছেন অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী পল্লবী শর্মা। তাঁদের পাশাপাশি দ্বিতীয় মুখ্য চরিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অহনাকে। যদিও তার চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক—তা এখনো সামনে আসেনি। তবে সূত্র বলছে, তার লুক সেট হয়ে গেছে এবং খুব শীঘ্রই শুট হবে প্রথম প্রোমো। ইতিমধ্যে নায়ক ও নায়িকাকে নিয়ে একটি টিজার প্রচারিত হয়েছে, কিন্তু ধারাবাহিকটি কোন সময়স্লটে আসছে তা এখনও রহস্যই রয়ে গেছে।

মাতৃত্বকালীন সময়ে কাজে বিরতি নিলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন অহনা। মাত্র ২১ বছর বয়সে মা হয়ে নিজের নতুন জীবনযাত্রা বেশ খোলামেলাভাবেই ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে। অন্তঃসত্ত্বা অবস্থায় তার দিনযাপনের অভিজ্ঞতা ঘন ঘন শেয়ার করতেন তিনি। কন্যাসন্তানের জন্মের আগেই নাম ঠিক করে রেখেছিলেন— মীরা। শাশুড়ির নামেই মেয়ের নামকরণ করেছেন অহনা ও তার সঙ্গী দীপঙ্কর। কারণ দীপঙ্করের বিশ্বাস, তাদের সন্তান যেন তার মায়েরই প্রতিচ্ছবি।

মেয়ের মুখ এখনো প্রকাশ্যে না আনলেও ছোট্ট মীরাকে কেন্দ্র করে অহনার নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কখনও মেয়ের সঙ্গে খেলছেন, কখনও নতুন মা হিসেবে নিজের উপলব্ধি জানাচ্ছেন। পর্দা থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং নতুন চরিত্রে ফিরে আসার খবরে আবারও দর্শকদের মধ্যে উচ্ছ্বাস।

আরও পড়ুনঃ টিআরপি দৌড়ে জি বাংলাকে পেছনে ফেলে রাজত্ব স্টার জলসার! পরশুরাম ফের শীর্ষস্থানে! প্রথম তিনটে স্থানই দখল করল জলসার ধারাবাহিক! অন্যদিকে তলানিতে গিয়ে ঠেকেছে জগদ্ধাত্রী!

এখন দেখার বিষয়, ‘মিশকা’-র পরিচিত চরিত্রকে ছাপিয়ে নতুন ধারাবাহিকে অহনা দত্ত কতটা চমক দেখাতে পারেন। নতুন প্রোমো প্রকাশ পেলেই স্পষ্ট হবে তার নতুন যাত্রার দিকনির্দেশ।

You cannot copy content of this page