*“২১ বছরেই দামি গাড়ি কিনেছে বোনু, তাই হিংসে করছে সবাই!” “মরণ নেই, সভ্যতা না জানা এই ন্যাকাদের হিংসে করবে”, নেটিজেনদের কটাক্ষ করতে গিয়ে নিজেই কটাক্ষের শিকার অলকানন্দা

টেলিভিশনের পর্দায় মিষ্টি অভিনেত্রী, বাস্তবে বিতর্কের (Controversy) রাণী! অভিনেত্রী ‘অনন্যা গুহ’ (Ananya Guha) এবার গাড়ি কিনতে গিয়েও দর্শকের রোষের মুখে। একে তো ১৭ লক্ষ টাকার গাড়ি, তায় আবার এমন পোশাক! পাশে বাবা-মা, হবু শ্বশুর-শাশুড়ি দাঁড়িয়ে থাকলেও অনন্যার ‘ফ্যাশন সেন্স’ (Fashion sense) -এ বিন্দুমাত্র ছাপ দেখা গেল না শালীনতার। বুঝে উঠতে পারলেন না নেটিজেনরা—গাড়ির ভিডিও দেখবে, না ক্লিভেজের গভীরতা মাপবে!

সমালোচনার ঝড় যেন ঝাঁপিয়ে পড়েছে ভিডিওর কমেন্ট বক্সে। কেউ লিখেছেন, “পরিবারের সামনে এই ড্রেস? সো কলড নিউ জেন!” আরেকজন আরও এক কাঠি উপরে—“কালচারাল শিফট নয়, এটা কালচারাল শক!” কেউ কেউ তো আবার হিসেব কষে বলেই ফেলেছেন, ধারাবাহিকে অভিনয় করে ১৭ লক্ষ টাকার গাড়ি কেমন করে কেনা যায়? আরেক জন সুকান্তকে উদ্দেশ্য করে বললেন —“স্বামীর টাকায় ঘুরে বেড়াচ্ছে বুঝলাম, কিন্তু এভাবে প্রকাশ করলে তো সমালোচনা হবেই!”

এই ট্রোলের মাঝেই আগুনে ঘি ঢাললেন অনন্যার দিদি ‘অলকানন্দা গুহ’ (Alokananda Guha) ! তিনি স্পষ্ট জানালেন—”আমার বোন মাত্র ২১ বছরেই যা করেছে, তাতে লোকে জ্বলছে!” আর পোশাক? তাঁর মতে, “বোন যদি বাগদানের পর ট্র্যাডিশনাল জামা পড়ত, তখন সবাই বলত শ্বশুরবাড়ি চেপে ধরেছে। এখন সে নিজের মতো চলেছে, তাইও আবার অসুবিধা!” দিদির যুক্তি, ১৭ লক্ষ টাকার গাড়ি কিনে অনন্যা প্রমাণ করেছে সে কারও মুখাপেক্ষী নয়। অথচ ট্রোল তো থামেইনি, বরং বেড়েই চলেছে!

দর্শকেরা এক কথায় বলে দিলেন—“এত আহ্লাদ কিসের? এটা লন্ডন নয়!” একজন লিখেছেন, “১৭ লক্ষ টাকা কিছুই নয়। ইন্ডাস্ট্রির অনেক বড় শিল্পী আজও এমন গাড়ি কেনেননি, কারণ তাঁরা হিসেব করে চলেন।” কেউ খোঁচা দিয়ে বলেছে, “চুল দিয়ে ঢাকতে হচ্ছে যে অংশ, সেখানে এমন জামা পড়ারই বা মানে কী?” আবার অনেকেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন—“ভারতবর্ষে এইরকম পোশাক এখনো পুরোপুরি গ্রহণযোগ্য নয়, এটাই বাস্তবতা!” অনন্যা হয়তো ভাবছিলেন, গাড়ি কেনা মানেই সম্মান, কিন্তু সেই গাড়ি ঘিরেই সম্মানের বদলে ট্রোলের ঢেউ!

আরও পড়ুনঃ কমলিনীদের বাড়ি বয়ে এসে অপমান করল অনন্যা! এদিকে, নতুনদাকে পাওয়ার জন্য ফন্দি আটলো ডল! তবে কি এবার কমলিনীর সঙ্গে বিয়ে হবে নতুন ঠাকুরপোর ?

শেষ কথা—অনন্যা যেন গাড়ি নয়, বিতর্কই কিনে ফেলেছেন! না গাড়ির ব্র্যান্ড নিয়ে আলোচনা, না মডেল নিয়ে কৌতূহল—সব আলো গিয়ে পড়েছে পোশাকের ‘কাটিং’-এর উপর! এখন প্রশ্ন একটাই—এই ধরনের পোষাক কি সত্যিই ‘সেলিব্রিটি স্টেটমেন্ট’? নাকি এটা নিছক দেখানোর প্রতিযোগিতা? অনন্যা গুহ এখন শুধু গাড়ির মালকিন নন, সাথে দিদি অলকানন্দাও যেন সমাজ মাধ্যমের ট্রোলের রাণী! এমিতেই তাদের ন্যাকামো দেখে যেবার দর্শক তার উপর এই বিতর্ক, কবে থামে এখন সেটাই দেখার।