টলিপাড়ায় ফের শুরু হয়েছে নতুন বিতর্কের ঝড়। এক মডেল, বৃষ্টি মন্ডলের অভিযোগের কেন্দ্রবিন্দুতে এবার অভিনেতা ‘ঋজু বিশ্বাস’ (Riju Biswas)। কিছুদিন আগে সেই মডেল দাবি করেছিলেন, ঋজু তাঁকে নাকি অশা’লীন বার্তা পাঠিয়ে উতক্ত করেছেন। এরপর একে একে আরও কয়েকজন মহিলা নিজেদের অভিজ্ঞতা প্রকাশ্যে আনেন। ঋজুর পুরনো চ্যাট, মেসেজ, এমনকি ইনবক্সের কথোপকথনও ঘুরতে শুরু করে সমাজ মাধ্যমে। প্রথমে অভিনেতা নীরব থাকলেও পরে মুখ খোলেন এবং জানান, তিনি নির্দোষ, প্রশাসনের কাছে অভিযোগও করেছেন। কিন্তু এবার তাঁর পক্ষে কেউ কেউ কথা বলায় ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় অভিনেত্রী ‘অলোকানন্দা গুহ’ (Alokananda Guha)।
অলোকানন্দা এদিন একটি ভিডিয়ো পোস্ট করে জানান, “ভেবেছিলাম এটা নিয়ে কিছু বলব না, কিন্তু দেখছি অনেকেই ওঁর সমর্থনে কথা বলছে। আমি সেটা নিতে পারছি না, কারণ তাঁরা ওঁকে চেনেন না, যেটা আমি চিনি!” তারপরই তিনি বলতে শুরু করেন, কীভাবে বছর দশেক আগে তিনি ঋজুর কাছ থেকে বারবার অশা’লীন বার্তা পেয়েছিলেন। তখন অলোকানন্দা ইন্ডাস্ট্রিতে নতুন, স্কুল পেরিয়ে সদ্য কলেজের দোরগোড়ায়। কাজ খোঁজার তাগিদে বিভিন্ন জায়গায় অডিশন দিতেন, সমাজ মাধ্যমে সবাইকে অ্যাড করতেন, এমনকি যাঁরা রিকুয়েস্ট পাঠাতেন, না ভেবেই অ্যাকসেপ্ট করে নিতেন।
সেই সময়েই ঋজু তাঁকে নানা কথায় প্রলুব্ধ করার চেষ্টা করেন। যেমন– “তুমি কাজ খুঁজছ? আমার সঙ্গে দেখা করো তাহলে”,এমন মেসেজ পেতেন তিনি। নায়িকার বয়ান অনুযায়ী, একদিন ঋজু তাঁকে নিজের বাড়িতে ডেকে ঠিকানাও পাঠান। অলোকানন্দা জানান, “আমি ভাবলাম কাজের ব্যাপারেই ডেকেছে। কিন্তু আমি একা যাইনি সেদিন– মা, কাকু আর বোনকে নিয়ে গিয়েছিলাম। দেখি ও খুব অপ্রস্তুত হয়ে পড়ল। বিরক্তও হচ্ছিল যে আমি একা যাইনি কেন!” অভিনেত্রীর দাবি, তিনি বাড়ি থেকে বেরিয়ে আসার পরেই ঋজুর মেসেজ আসে— “তুমি কি পাগল?আমি জানতাম তুমি একা আসবে।
তুমি এতজনকে নিয়ে আসতে গেলে কেন, আমার মুডটাই পুরো নষ্ট করে দিলে।” এরপরই ঋজু তাঁকে ব্লক করে দেন। অভিনেত্রী বলেন, অনেক বছর কেটে যায়, পুরনো সেই ঘটনা তিনি ভুলেও গিয়েছিলেন। ২০১৭ সালে ঋজু আবার নতুন করে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। ম্যাসেঞ্জারে লেখেন, “হে ইউ লুক গুড ইন শাড়ি।” অলোকানন্দা উত্তর দেননি, তবু ঋজু মেসেজ করতে থাকেন। অবশেষে তিনি লেখেন, “তোমার কি আদৌও কিছু মনে আছে?” জবাবে নায়ক লেখেন, “কী মনে থাকবে? কেন এমন খারাপ ব্যবহার করছ?”
আরও পড়ুনঃ ডা’ইনি সন্দেহ থেকে আরজি কর সর্বত্রই নারীনি’গ্রহের চিত্র! নারীদের ওপর ভয়ং’কর অত্যা’চারের গল্প নিয়েই আসছে ‘তিন এক্কে তিন’
অলোকানন্দা বলেন, “তখনই বুঝেছিলাম ওঁর আচরণ বদলায়নি, বরং আগের মতোই আছে।” ভিডিওর শেষে অলোকানন্দা আরও বলেন, “জানি অনেকে বলবে, আমি এখন কেন বলছি! তখন আমায় কেউ চিনত না, তাই ওকে সবাই সমর্থন করতে বলে জানায়নি।” তিনি জানান, এখন যদিও এসব প্রমাণ হাতের কাছে নেই, প্রয়োজনে তিনি তা সামনে আনবেন। তাঁর মতে, “২০১১ সালে যখন আমায় উত্যক্ত করতে শুরু করে, তখন কিন্তু ওর ধারাবাহিক চলছে। তাই যারা মানসিক অবস্থার কথা তুলছেন, তাদের বলবো ওটা ওর স্বভাব!” অভিনেত্রীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে নতুন করে আলোড়ন শুরু হয়েছে!






“কালো শাড়ি পরা মেয়েটা একদম হি’জ’ড়া!” বন্ধুকে তীব্র অপমান নেটিজেনদের “অর্জুনকেও ‘বৃহন্নলা’ সাজতে হয়েছিল, মহাভারতের ইতিহাস ভুলে যাবেন না!” কটা’ক্ষকারীদের আয়না দেখালেন অভিনেত্রী এলফিনা মুখার্জি!