বাংলা টেলিভিশনে প্রায় নতুন নতুন মুখ দেখতে পাই আমরা। যার মধ্যে কেউ কেউ এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে বড়পর্দায় পৌঁছে যায়। আবার উল্টোটাও হয় অনেকাংশে। রাতারাতি জনপ্রিয়তা পাওয়ার পরও অনেককেই আর পর্দায় তেমন দেখা যায় না। ‘অনামিকা চক্রবর্তী’ও (Anamika Chakraborty) এক সময় ছোটপর্দায় ঝড় তুলেছিলেন তাঁর অভিনয়ে। দর্শক সহজেই তাঁকে মনে জায়গা দিয়েছিল, কারণ পর্দায় তাঁর উপস্থিতি মানেই ছিল স্বতঃস্ফূর্ত আর প্রাণবন্ত।
কিন্তু দীর্ঘ সময় ধরে তাঁকে ছোটপর্দায় নিয়মিত আর দেখা যাচ্ছে না। অনেকেই প্রায়শই এই প্রশ্ন তোলেন যে, কোথায় হারিয়ে গেলেন তাদের প্রিয় অভিনেত্রী? প্রসঙ্গত, একসময় নানা কারণে অভিনয় থেকে দূরে যেতে বাধ্য হন তিনি। অবসাদ থেকে মোটা হয়ে যাওয়ার জন্য কটাক্ষের শিকার হয়েছিলেন অনামিকা। এমনকি কাজের সুযোগও কমতে থাকে সেই সময়। তবে তিনি একেবারেই থেমে যাননি। কয়েকটি ওয়েব সিরিজের পাশাপাশি, কিছুদিন আগেই ত্রিপুরায় একটি বিপণনী সংস্থার হোডিংয়ে দেখা গিয়েছিল তাঁকে।
আবার তারই সঙ্গে ইউটিউবে নিজের একটি ভ্লগিং চ্যানেলও রয়েছে, যেখানে তিনি রোজনামচা থেকে সাংসারিক খুঁটিনাটি ভাগ করে নেন দর্শকদের সঙ্গে। ফলে আলো-ঝলমলে পর্দা থেকে দূরে থাকলেও অনামিকা একেবারেই অদৃশ্য হয়ে যাননি। বরং, এখন তিনি অনেকটাই ব্যস্ত নিজের সংসার নিয়ে। ব্যক্তিগত জীবনে স্বামী অভিনেতা উদয় প্রতাপ সিং তাঁর বড় ভরসা। একসময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও কাছের মানুষের সমর্থন তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
সমাজ মাধ্যমে কটাক্ষ, কাজ না থাকার দুঃখ— সবকিছুর সঙ্গেই লড়াই করে তিনি নিজেকে সামলে নিয়েছেন। ধীরে ধীরে নিজের জীবনে নতুন ভারসাম্য খুঁজে পেয়েছেন অভিনেত্রী। ‘রাজযোটক’-এর বনি কিংবা ‘এখানে আকাশ নীল’-এর হিয়া, এই দুই চরিত্র আজও সিরিয়ালপ্রেমীদের মনে টাটকা। তবে এতদিনের বিরতির পর আবারও দর্শকের সামনে আসতে চলেছেন অনামিকা। তবে এবার কোনও ধারাবাহিক নয়, বরং সান বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর মঞ্চে দেখা যাবে তাঁকে।
আরও পড়ুনঃ “যেদিন মুসলমান ছেলেটি গণপি’টুনিতে মা’রা গেল, সেই কাহিনীরই অংশ ছিল এই গান…আমরা এই গানটা সবার জন্য বানাইনি!” “এখন আমি গণশত্রু!” মুর্শিদাবাদ, আরজিকর কান্ডে কোথায় ছিল আপনার গান? অনির্বাণকে ধুয়ে দিল নেটপাড়া
আগামী ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে পর্বটি। ফলে দীর্ঘ অপেক্ষার পর ভক্তরা আবারও টেলিভিশনের পর্দায় প্রিয় অভিনেত্রীর সেই প্রাণখোলা হাসি দেখতে পাবেন। সব মিলিয়ে অনামিকা চক্রবর্তীর অভিনয় জীবনে কখনও আলো, কখনও অন্ধকার এসেছে ঠিকই। তবে তিনি কখনও হার মানেননি। এবার নতুনভাবে পর্দায় ফেরা নিয়ে তাঁর অনুরাগীদের মধ্যেও দেখা দিয়েছে আলাদা উত্তেজনা। দর্শকের আশা, এবার ধারাবাহিকে ফিরবেন তিনি আর আগের মতোই নিজের অভিনয়ে তিনি সবাইকে মুগ্ধ করবেন।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।