১৯৫২ সালে পথের পাঁচালী তৈরির কাজ করেন সত্যজিৎ রায়। তারপর ১৯৫৫ সালে সেটা মুক্তি পায় আর বাকিটা ইতিহাস। তাই এই বছর এই সিনেমার ৭০ বছর হবে। আর পরিচালকের ১০০ বছর পূর্ণ হচ্ছে।
তাই এই সিনেমাটি তৈরি নেপথ্যের কাহিনী নিয়ে আসছেন অনীক দত্ত। নাম রেখেছেন অপরাজিত। মে মাসে মুক্তি পেতে পারে সিনেমাটি। কাজ শেষ হয়েছে। আর এর অন্যতম মুখ্য চরিত্র হলেন ইন্দিরা ঠাকুরণ। তাঁকেও খুঁজে বের করেছেন অনীক।
সত্যজিৎ নিজেই বলেছিলেন আর দ্বিতীয় ইন্দিরা ঠাকুরণ খুঁজে পাওয়া যাবে না।চুনিবালা দেবী এতে অভিনয় করেন। কিন্তু এবার এই চরিত্র করছেন এক পুরুষ অভিনেতা। আসলে অনীক ইন্দিরার ওই চেহারা আর মেলাতে পারছিলেন না। তাই শেষে এক পুরুষ অভিনেতাকে পেলেন। দেবেশ চট্টোপাধ্যায় নিজে গ্রামের এক হোক আর্টিস্টের খোঁজ পেলেন। হরবাবুকে খুঁজে পাওয়া গেলো।
হরবাবু ছেলেকে নিয়ে কলকাতায় আসেন। লুক টেস্ট হয়। এতেই উঠে এলো একদম সেই ইন্দিরা দেবী। ২ মে সত্যজিতের জন্মদিন। সেই উদ্দেশ্যে অনীক এই উপহার দিতে চান পরিচালককে।