অভিনেতা অনির্বাণ চক্রবর্তী শনিবার সকালে এক দুর্ঘটনার মুখোমুখি হন। চারু মার্কেট থেকে রাসবিহারি মোড়ের দিকে যাওয়ার সময় তাঁর গাড়ির সামনে হঠাৎই একটি অন্য গাড়ি চলে আসে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাঁর গাড়ির সঙ্গে একটি বাসের ধাক্কা লাগে এবং গাড়ির সামনের কাচ ভেঙে যায়। খবর ছড়াতেই ভক্তদের মনে চিন্তার ছায়া পড়ে যায়, বিশেষত পর্দার জনপ্রিয় চরিত্র ‘একেন বাবু’-কে ঘিরে এমন ঘটনা যে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াবে।
ঘটনার পর আনন্দবাজার অনলাইনকে অনির্বাণ জানান যে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। তাঁর কথায়, তিনি যেমন ঠিক আছেন, তেমনই তাঁর গাড়ির চালকেরও কোনো শারীরিক আঘাত লাগেনি। তিনি বলেন, টালিগঞ্জ ব্রিজের নীচে হঠাৎ পরিস্থিতি তৈরি হওয়ার ফলে গাড়ি বাঁক নিতে গিয়েই বিপত্তি ঘটে। যদিও গাড়ির ক্ষতি বেশ গুরুতর, তবুও সৌভাগ্যের বিষয় কেউই আহত হননি। অভিনীত চরিত্রের মতোই অভিনেতা নিজেও ঠান্ডা মাথায় ঘটনাটি সামাল দিয়েছেন।
অভিনেতা আরও জানান, বাসচালকের আচরণ ছিল অত্যন্ত উদ্ধত। তিনি দাবি করেন যে তৎক্ষণাৎ ব্রেক না কষলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত এবং পুরো দোষ চাপান অনির্বাণের ওপর। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল ছেড়ে পালাতে চাইলে অনির্বাণ তাঁকে থামিয়ে দেন। এর পরেই তিনি প্রথমে টালিগঞ্জ থানা ও পরে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন এবং পুলিশকে পুরো ঘটনা জানান।
পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অনির্বাণ জানান, একটি অনুষ্ঠানে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। তাঁর গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাস্তায় আর চালানো সম্ভব ছিল না। সেই কারণে পুলিশ নিজস্ব গাড়িতে করে তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে যে অভিযোগ তাঁদের কাছে এসে পৌঁছেছে এবং ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ “সাধ্যের বাইরে কিছু নেই—পরিবারের শক্তিতেই আজকের অপর্ণা হয়েছি”- অকপটে স্বীকার করলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন! ব্যক্তিগত সংগ্রামের কোন অজানা গল্প ফাঁস করলেন তিনি?
সবশেষে অনির্বাণ আবারও আশ্বস্ত করেন তাঁর অনুরাগীদের যে তিনি সম্পূর্ণ ভাল আছেন। সকালবেলার এই অপ্রত্যাশিত ঘটনায় ভক্তরা উদ্বিগ্ন হলেও অভিনেতার শান্ত ও দৃঢ় মনোভাব পুরো পরিস্থিতিকে অনেকটাই হালকা করেছে। তাঁর মতে, গাড়ির ক্ষতি বড় হলেও প্রাণহানি না হওয়াই সবচেয়ে বড় স্বস্তির বিষয়।






