বর্ষীয়ান দুই শিল্পী, ‘অঞ্জন দত্ত’ (Anjan Dutta) এবং ‘মমতা শঙ্কর’ (Mamata Shankar) —যাঁদের জুটিকে ঘিরে বাংলা সিনেমা পেয়েছে একের পর এক অসামান্য ছবি। ‘খারিজ’ থেকে শুরু করে ‘গৃহযুদ্ধ’, ‘আহারে মন’, ‘জানি দেখা হবে’ এবং শেষ মুক্তিপ্রাপ্ত ‘পালান’—এই প্রতিটি সিনেমায় তাঁদের অভিনয় দর্শক হৃদয়ে দাগ কেটেছে। শুধু রসায়ন নয়, চরিত্রের গভীরতা ও বাস্তবতার মিশেলে তাঁদের অভিনয় বারবার প্রশংসিত হয়েছে সমালোচকমহলেও।
সর্বশেষ কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘পালান’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। মৃণাল সেনের ‘খারিজ’কে শ্রদ্ধা জানাতে তৈরি হয় এই ছবি, যেখানে অঞ্জন-মমতা এক নতুন গল্পে ফিরেছিলেন পুরনো দিনের আবহে। এবার জানা যাচ্ছে, ফের একবার একসঙ্গে দেখা যাবে তাঁদের, পরিচালক সপ্তাশ্ব বসুর আসন্ন প্রজেক্টে। সম্পর্ক আর সংবেদনের স্তরে গড়ে ওঠা এক হৃদয়ছোঁয়া গল্প নিয়ে পর্দায় আসবেন এই দুই শক্তিশালী শিল্পী।
পরিচালক সূত্রে ইঙ্গিত, নতুন ছবির মূল ভাবনা—পুরনো প্রেম যখন হঠাৎ করে জীবনে ফিরে আসে, তখন আবেগের আড়ালে কী কী মানসিক টানাপোড়েন দেখা দেয়, তা নিয়েই। এই গল্প একেবারেই আলাদা, কারণ এখানে মমতা শঙ্কর বিবাহিত এক মহিলার ভূমিকায় অভিনয় করবেন, যেখানে অঞ্জনের চরিত্র অবিবাহিত। ফলে এক অদ্ভুত মানসিক দূরত্ব ও আকর্ষণের দ্বন্দ্ব থাকবে চরিত্রের ভেতরে।
তবে এই ট্রেন্ড শুধু অঞ্জন-মমতার মধ্যেই সীমাবদ্ধ নয়। সদ্য মুক্তিপ্রাপ্ত পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘এই রাত তোমার আমার’ ছবিতে অপর্ণা সেন ও অঞ্জন দত্তের অনবদ্য রসায়নেও দেখেছে দর্শক। আবার ইন্দ্রাশিস আচার্যের ‘গুডবাই মাউন্টেন’-এ ২২ বছরের পুরনো প্রেমের পুনর্জন্ম ঘটেছে ঋতুপর্ণা সেনগুপ্ত-ইন্দ্রনীল সেনগুপ্তের মাধ্যমে। সম্পর্কের বিভিন্ন স্তর নিয়ে টলিউডে এক নতুন ধারা তৈরি হচ্ছে বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ “বাবা তো সবই জানেন! তবে বাবার সঙ্গে প*র্ণ দেখো, দরজা খুলে সে*ক্স করো!” “আধুনিকতা মানেই বেহায়াপনা নয়!”— মমতা শঙ্করের পাশে দাঁড়িয়ে এবার বিতর্কে ঝড় তুললেন সুদীপা চট্টোপাধ্যায়! দেবলীনার নাচে আপত্তি, অথচ নিজেদের আধুনিক বলা নিয়ে নেটিজেনদের দুষলেন সুদীপা!
জানা গেছে, অঞ্জন ও মমতা ইতিমধ্যেই চিত্রনাট্য পড়ে ফেলেছেন এবং দু’জনেই এই কাজ নিয়ে যথেষ্ট উৎসাহী। ছবির শুটিং শুরু হবে অগস্টের প্রথম সপ্তাহ থেকে এবং একান্ত নিরিবিলি শান্তিনিকেতনেই সম্পূর্ণ হবে ছবির চিত্রগ্রহণ। বাংলা ছবিতে পরিণত বয়সের প্রেম, স্মৃতি ও অতীত সম্পর্ক নিয়ে এই নতুন জুটি আবার কীভাবে মন কাড়ে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।
“তথাগত আলোকবর্ষাকে ভালোবাসে, তাই আমিও তাকে ভীষণ ভালোবাসি!”— দেবলীনার বক্তব্য ঘিরে ট্রোলের ঝড়! সমাজ মাধ্যমে প্রক্তনের প্রেমিকাকে আপন করে, ‘মহান’ সাজতে গিয়েই পড়লেন জনরোষে! “মানসিক অবস্থা ঠিক নেই, ডাক্তার দেখান!”— নেটিজেনদের কটাক্ষ!