একদা দারুণ বন্ধু থেকে তবে কি এবার মুখ দেখাদেখি বন্ধ অঙ্কুশ-মিমির? অঙ্কুশের সঙ্গে ছবি ‘রিজেক্ট’ করলেন মিমি? কী জানালেন অভিনেতা?

টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী—যাঁদের রসায়ন একসময় বড় পর্দায় ছিল দর্শকদের প্রিয়। একসঙ্গে বহু রোমান্টিক ছবিতে কাজ করেছেন তাঁরা। কিন্তু কয়েক বছর ধরে আর তাঁদের একসঙ্গে দেখা যায় না। অনুরাগীদের মনেও তাই প্রশ্ন—কী হল এই সফল জুটির? এবার সেই রহস্যের খানিকটা উন্মোচন করলেন অঙ্কুশ নিজেই।

সম্প্রতি ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে ফ্যানদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন অভিনেতা। সেই সময় একজন জিজ্ঞেস করেন, “মিমির সঙ্গে আবার কবে ছবি করবেন?” অঙ্কুশের উত্তর—“মিমির কাছে একটা ছবির অফার গিয়েছিল, শুনেছি ও নাকি রিজেক্ট করেছে!” কথা শুনে অনেকেরই কৌতূহল—এটা কি শুধু মজার ছলে বলা, নাকি সত্যিই কোনও প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মিমি? যদিও অভিনেতা এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি।

তবে বাস্তবে তাঁদের মধ্যে কোনও মনোমালিন্য নেই—এ কথার প্রমাণ মিলেছে বারবার। ‘রক্তবীজ ২’-এ একে অপরের প্রতিদ্বন্দ্বী চরিত্রে অভিনয় করলেও, পর্দার বাইরে তাঁদের বন্ধুত্ব ও খুনসুটি বরাবরই নজর কাড়ে। ছবির প্রিমিয়ারে দেখা মিলেছিল সেই একই হাসি-ঠাট্টার, যা দেখলে বোঝাই যায়—সম্পর্কে কোনও ছেদ নেই।

প্রিমিয়ারের দিনেও যখন মিমিকে প্রশ্ন করা হয়েছিল—কবে আবার অঙ্কুশের সঙ্গে রোমান্টিক ছবিতে দেখা যাবে? অভিনেত্রী মজার ছলে জবাব দেন, “আমি কী জানি! অঙ্কুশ তো প্রযোজক, ওকে বলুন আমায় নিতে।” তাতে অঙ্কুশও ছাড় দেননি—হেসে বলেন, “ঠিক আছে, আগে বলে যা ফ্রি-তে অভিনয় করবি।” মুহূর্তেই পাল্টা দেন মিমি—“ফ্রি-তে কেন করতে যাব!”

আরও পড়ুনঃ “যা ঘটছে তা অত্যন্ত লজ্জার!” কী এমন লজ্জাজনক ঘটনার মুখোমুখি হলেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়? কি ঘটিয়ে এতটা লজ্জিত হলেন তিনি?

সকলের সামনে এমন খুনসুটি চললেও, দু’জনেই এখনও স্পষ্ট করে বলেননি আবার কবে জুটি বেঁধে পর্দায় ফিরবেন। তবে অনুরাগীদের আশা—ফ্যানদের চাহিদা কি শেষমেশ তাঁদের আবার একসঙ্গে কাজ করতে উদ্বুদ্ধ করবে? এখন অপেক্ষা শুধুই সেই ঘোষণা শোনার।

You cannot copy content of this page