বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ‘অন্বেষা হাজরা’কে (Annwesha Hazra) দর্শকেরা সবচেয়ে বেশি চেনেন ‘এই পথ যদি না শেষ হয়’-এর ঊর্মি চরিত্রে। বর্তমানে তিনি ‘আনন্দি’ (Anondi) ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। কেরিয়ারের সাফল্যের পাশাপাশি অন্বেষার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল কম নয়। অভিনয় জগতে নিয়মিত আলোচনায় থাকা এই তরুণীর জীবন সম্পর্কে অনেক কিছুই ভক্তরা জানেন। কিন্তু কেমন বর পছন্দ অন্বেষার? এতদিন এটা অজানা ছিল বটে। তবে এবার অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন।
ফলে ভক্তরা তাঁর ব্যক্তিগত ভাবনার নতুন দিক জানতে পারলেন। অতীতে বিয়ে প্রসঙ্গে অন্বেষার বক্তব্য থেকেই বোঝা গিয়েছিল, তিনি প্রেমের বিষয়ে খুব একটা বিশ্বাসী নন। তাঁর মতে, প্রেম করে জীবনসঙ্গী খুঁজে নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বরং পরিবারের সিদ্ধান্তকেই তিনি বেশি গুরুত্ব দেন। অন্বেষা জানিয়েছিলেন, একা থাকার বিষয়টি তাঁর একেবারেই ভালো লাগে না। তাই যদি বাবা উপযুক্ত পাত্র পছন্দ করেন, তবে সেই সিদ্ধান্ত মেনে নিতে তিনি দ্বিধা করবেন না। তবে বিয়ের আগে অন্তত কিছুটা সময় প্রেম করার সুযোগ যেন পান, সেই আশা প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
সদ্য সমাজ মাধ্যমে অনিন্দি ধারাবাহিকের সহ-অভিনেত্রী শুটিংয়ের ফাঁকে একটি ভিডিয়ো শেয়ার করেছেন অন্বেষার। ক্যাপশনে লিখেছেন, ‘আসুন দেখে নিই আনন্দি ওরফে অন্বেষার কেমন পাত্র পছন্দ!’ সেখানে অন্বেষাকে সরাসরি জিজ্ঞেস করা হয়, কেমন জীবনসঙ্গী তিনি চান। মজার ছলেই অন্বেষা বলেন, তিনি শুধু একটি গুণই চান—তা হল তাঁর বর যেন বিশ্বস্ত হন। মানে, সম্পর্কের প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য রাখবেন। অন্বেষার কথায়, “সারাদিন এক শালিক দেখছি জানিনা বললে কি হবে, কিন্তু আমার একটাই গুণ চাই– সে যেন লয়াল হয়।”
ভিডিওতে অবশ্য মজার খুনসুটিও ধরা পড়েছে। সহ-অভিনেত্রী ব্যঙ্গ করে প্রশ্ন করেন, যদি সেই লয়াল পাত্র আবার যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন না হন, তবে কী হবে? অন্বেষা হাসতে হাসতেই জানান, এতে তাঁর কোনও সমস্যা নেই। কারণ তিনিও শীতকালে নিয়মিত স্নান করতে ভালোবাসেন না। তাই সঙ্গীও যদি সেই অভ্যাস অনুসরণ করেন, তবে তা মেনে নিতে তিনি রাজি। তাঁর কথায়, সম্পর্কের ক্ষেত্রে ছোট ছোট খুঁত থাকতেই পারে, তবে সেটা কোনও সমস্যা নয় যদি মানুষটা বিশ্বাসযোগ্য হন, তবে এখানেই শেষ নয়!
আরও পড়ুনঃ “আর জি কর ঘটনাটার প্রতিবাদে মঞ্চে ভাষণ নয়, রাত জেগে মানুষের একত্রিত হওয়াই আমাদের উদ্বুদ্ধ করেছে!”— অপর্ণা সেনের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক! ‘আপনাদের উদ্বুদ্ধতায় সমাজের কোনও কল্যাণে আসছে না, বরং সর্বনাশ ডেকে আনছে’– সমালোচনা মুখর নেটপাড়া!
অন্বেষা মজা করে আরও জানান, তিনি খুব বেশি “বড় মনের” মানুষ চান না। তাঁর মতে, অতিরিক্ত বড় মনের মানুষ হলে সম্পর্কের মধ্যে নানা অপ্রত্যাশিত জটিলতা তৈরি হতে পারে। তাই সঙ্গী যেন সরল মানসিকতার হন, খুব বেশি উদার না হয়ে স্বাভাবিক ও সীমিত মানসিকতার মানুষই তাঁর কাছে আদর্শ। অন্বেষার কথায়, “ছোট মনের মানুষ হতে হবে, খুব ছোট মানসিকতার! বেশি বড় মন আমার চাই না, যেখানে চারটে মেয়ে একসঙ্গে থাকতে পারে।” এভাবেই নিজের সহজ-সরল কিন্তু মজাদার উত্তর দিয়ে অন্বেষা একদিকে যেমন ভক্তদের মুখে হাসি ফোটালেন, তেমনি নিজের ভাবনার দিকটাও সবার সামনে তুলে ধরলেন।