সূর্য আর দীপার সম্পর্কে লাগলো ভালোবাসার রং! দীপাকে বিয়ে করতে চাইল সূর্য, জমে উঠেছে অনুরাগ এর ছোঁয়া
মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে অনুরাগের ছোঁয়া।স্টার জলসার সিরিয়াল টি শুরুর কয়েক দিনের মধ্যেই টিআরপি রেটিং তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। রূপ না গুণ মানুষ কোনটাকে প্রাধান্য দেয়, তাই নিয়েই তৈরি এই সিরিয়াল।
বড়লোক বাড়ির বউ লাবণ্য সেনগুপ্ত গায়ের রং দিয়ে মানুষ বিচার করে থাকেন।তার বড় ছেলে ডাক্তার সূর্য সেন গুপ্ত আবার মানুষের গুণকেই প্রাধান্য দেয়। মা ছেলের চিন্তা ভাবনার মধ্যে জমিন আসমান ফারাক।লাবণ্য সেনগুপ্ত নিজের ছোট ছেলে জয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য শ্যামলা বর্ণের দীপার বোন ফর্সা সুন্দরী নাক-উঁচু উর্মিকে পছন্দ করেন।কিন্তু বর্তমানে দেখা গেছে উর্মি জয়ের সঙ্গে এনগেজমেন্ট ফেলে সূর্যকে জড়িয়ে ধরেছে যা দেখে লাবণ্য সেনগুপ্ত রেগে গিয়ে এই বিয়ে ভেঙে দিয়েছেন।
অন্যদিকে আজকে সামনে এলো অনুরাগের ছোঁয়ার নতুন প্রোমো। যেখানে দেখা গেল দোলের দিন দীপাকে নিজের অনুভূতি জানাতে চলেছে সূর্য। যা শুনে চমকে যায় দীপা। সূর্য দীপাকে বলে যে দীপা আমি আপনাকে বিয়ে করতে চাই। এখন দীপা জানায় যে সেই বিয়েটা করতে পারবে না কারণ সে কারোর দয়া চায়না।আর তখন সূর্য জানায় যে সে দয়া করছে না সে দীপাকে ভালোবেসে এই বিয়ে টা করতে চাইছে।
আগামী চৌদ্দই মার্চ দেখানো হবে এক ঘণ্টার মহা পর্ব। যেখানে দীপাকে নিজের মনের কথা জানাবে সূর্য।এখন দীপা যদি রাজি হয়ে যায় তবে লাবণ্য সেনগুপ্ত কি দীপাকে নিজের বড় ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবেন কোনদিনও? তা জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে অনুরাগ এর ছোঁয়া তে।