সানি ড্রা’গপাচার চক্রের মূল মাথা, বিবাহ বার্ষিকীতে প্রমাণ করে দেবে অপু! অপরাজিতা অপু তে আসতে চলেছে জমজমাট মহা সপ্তাহ

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অপরাজিতা অপু। এক সাধারণ মেয়ে কিভাবে নিজের জেদে বিডিও হয়ে ওঠে এবং সেইসঙ্গে সংসারটাও দক্ষভাবে সামাল দেয় তার গল্প বলে এই সিরিয়াল।প্রথম প্রথম শাশুড়ি মায়ের বিরাগভাজন হলেও পরবর্তীকালে শাশুড়ি মায়ের নয়নের মণি হয়ে ওঠে অপু। তার দিদির সুপুও সেই বাড়িরই বৌমা। তবে তার বিবাহিত জীবন ততটা সুখের নয়। তার কারণ দীপুর দাদা একজন খল চরিত্রের মানুষ।

অন্যদিকে দীপু অপুর সুখের সংসারে কাঁটা হয়ে এসেছে সানি। সে দীপুকে ভালোবাসে এবং সে চায় অপুর থেকে দীপু কে আলাদা করে দিতে। এই নিয়ে সিরিয়ালে গড়িয়ে গেছে অনেক জল, সানি বারবার অপদস্থ করতে থাকে অপুকে। আর এবার সিরিয়ালে দেখানো হবে অপু এবং দীপুর এক বছরের বিবাহ বার্ষিকী।

জি বাংলার নতুন প্রোমোতে দেখা যাচ্ছে এই বিবাহ বার্ষিকীতেই অপু করবে বাজিমাত।সানি যখন তাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাতে আসবে তখন সে হাতে একটা অ্যাটাচি নিয়ে বলে উঠবে,’তুমি যে ড্রা’গ পাচার চক্রের মূল মাথা তার প্রমাণ আমার কাছে রয়েছে।’সেই শুনে স্তম্ভিত হয়ে যাবে সানি।

এই প্রোমোটি দেখে যথেষ্ট খুশি হয়েছেন অপরাজিতা অপুর ভক্তরা। বেশ কিছুদিন হল অপরাজিতা অপু টিআরপি রেটিং তালিকায় সেইভাবে ভালো ফলাফল করতে পারছে না।তাই এবার এই ধামাকাদার পর্বের মাধ্যমে যদি টিআরপি রেটিং তালিকায় আবার ফিরে আসে অপরাজিতা অপু সেই আশাতেই দিন গুনছেন এই সিরিয়ালের অনুরাগীরা।

You cannot copy content of this page