লালকুঠিতে ফিরতে পারে রাহুল রুকমা জুটি, স্টার জলসায় জুটি বাঁধছেন ‘অপু’ সুস্মিতা দে এবং ‘মণীশ’ দেবজ্যোতি রায়চৌধুরী!হৈচৈ সোশ্যাল মিডিয়ায়

গতকাল থেকেই আমরা একটা খবর চারিদিকে দেখতে পাচ্ছি যে জি বাংলায় আসতে চলেছে নতুন সিরিয়াল লালকুঠি। ভৌতিক এবং রহস্য-রোমাঞ্চ ঘরানার এই সিরিয়ালের লিড ভূমিকায় অভিনয় করছেন রুকমা রয়। যাকে আমরা শেষ দেখতে পেয়েছিলাম স্টার জলসার দেশের মাটিতে। সেখানে রাজা মাম্পি জুটি ভীষণ হিট হয়েছিল। তাই এখন স্টার জলসার ঘরের মেয়ে জি বাংলায় চলে আসায় সোশ্যাল মিডিয়া জুড়ে পড়েছে হইচই।

এছাড়া শোনা যাচ্ছে বেশ কিছু নতুন খবর। লালকুঠি সিরিয়ালের রুকমার বিপরীতে আসতে পারেন রাহুল বন্দ্যোপাধ্যায় যিনি দেশের মাটিতে রুকমার বিপরীতে ছিলেন। আরেকবার রাজা মাম্পি জুটিকে আমরা অন্য ভূমিকায় দেখতে পেতে পারি লালকুঠিতে।

অন্যদিকে, এটাও শোনা যাচ্ছে যে অপরাজিতা অপু অর্থাৎ সুস্মিতা দে এবার ডেবিউ করছেন স্টার জলসা সিরিয়া‌লে‌। সেখানে তার বিপরীতে থাকতে পারেন স্টার জলসার ফেলনা সিরিয়ালের মণীশ অর্থাৎ দেবজ্যোতি রায়চৌধুরী।খুব সম্ভবত টেন্ট প্রোডাকশনের আন্ডারে এই সিরিয়াল আসতে চলেছে।

নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। আবার জি বাংলার ঘরের মেয়ে স্টার জলসায় চলে যাওয়ায় একটু ক্ষোভ জমেছে জি বাংলার ভক্তদের মধ্যে কিন্তু অন্যদিকে তারা এটাও ভেবে খুশি যে স্টার জলসার মেয়েকে তারা নিজেদের চ্যানেলে নিয়ে এসেছে।

You cannot copy content of this page