দীপুকে বাঁচাতে গিয়ে মাথা ফাটাল অপু! দুই পাড়ার রথ কি একসঙ্গে যাবে রাধাকৃষ্ণের মন্দিরে?
রথযাত্রা উপলক্ষ্যে প্রায় প্রত্যেক ধারাবাহিকেই চলছে বিশেষ পর্ব। রথের উৎসবে মেতে উঠেছে জি বাংলার প্রায় সবকটি ধারাবাহিকই।
করোনা মহামারীতে বন্ধ সমস্তকিছুই। রথযাত্রা উপলক্ষে হয়নি কোনো সমাগম। কিন্তু টলিপাড়ায় রথের দড়িতে পড়েছে টান। সেরকমই মহাপর্ব চলছে জি বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে। যেখানে এই রথকে নিয়ে উত্তরপাড়া ও দক্ষিণ পাড়ার মধ্যে হচ্ছে ঝামেলা। সমাধান করতে আসতে হয় অপুকে।
উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার রথ মুখোমুখি হলে একসঙ্গে যাওয়ার জন্য রাজি হয় না। কিছু লোক সমর্থন জানালেও, জ্যাঠামশাই সমর্থন দেননা। জ্যাঠামশাই বরং অমলা দেবীকে বিদ্রুপ করে বলেন, তিনি নিজের কথাগুলো পুত্রবধূকে দিয়ে বলাচ্ছে। যার পরেই রাগে ফুঁসে ওঠে দীপু এবং ঝগড়া লাগে দুই দলের মধ্যে। সেখানে দীপুকে বাঁচাতে গিয়ে আহত হয় অপু।
অপুর মাথা ফেটে যাওয়ায় দীপু মারতে দৌড়য়। কিন্তু অপু তাঁকে থামিয়ে দেয়। বলে, হিংসা করে নয়। বুদ্ধির জোরে দুই পাড়ার রথ যাবে রাধাকৃষ্ণের মন্দিরে। শেষমেষ দুই পাড়ার রথ রাধাকৃষ্ণের মন্দিরে একসঙ্গে যায় কিনা! দেখতে হবে জি বাংলায়।