গ্রেফতার হতে পারেন অরিজিৎ সিং? শান্তিনিকেতনে শুটিংয়ের ফাঁকে স্থানীয় শিল্পীকে হেনস্থার অভিযোগ! পদ্মশ্রীপ্রাপ্ত সঙ্গীত শিল্পীর ভাবমূর্তিতে প্রশ্নচিহ্ন!

শান্তিনিকেতনের তালতোড় এলাকায় মঙ্গলবার সকালটা যেন মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে। চারপাশে শুটিং ইউনিটের ভিড়, ক্যামেরা-লাইটের মাঝেই হঠাৎ এমন এক ঘটনা ঘটল, যা শুনে অনেকে আঁচ করতে শুরু করলেন—পদ্মশ্রীপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ‘অরিজিৎ সিং’ (Arijit Singh) কি তবে বিপাকে পড়তে চলেছেন? গ্রেপ্তার (Arrested) হতে পারেন তিনি এবার? স্থানীয়দের মধ্যে ফিসফাস, পুলিশের আগমন, সব মিলিয়ে যেন সিনেমার দৃশ্যের বাইরে এক বাস্তব নাটক!

প্রসঙ্গত, অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অরিজিৎ সিং এবং তাঁর দেহরক্ষী। স্থানীয় বাসিন্দা ও পেশায় সঙ্গীত যন্ত্রাংশ নির্মাতা কমলাকান্ত লাহা জানিয়েছেন, সকালে তিনি কাজের জন্য কোপাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে শুটিং চলায় অরিজিতের নিরাপত্তারক্ষীরা তাঁকে দাঁড়াতে বলেন। প্রথমে পাঁচ মিনিটের অপেক্ষা, পরে সেটি বাড়িয়ে অর্ধঘণ্টা করে দেওয়ায় তাঁর ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়।

তিনি অনুরোধ করেন যেতে দেওয়ার জন্য, কিন্তু তার বদলে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা! কমলাকান্তবাবুর অভিযোগ, কথা কাটাকাটির জেরে দেহরক্ষীরা হঠাৎই তাঁর দিকে ছুটে আসেন। জোর করে হাত মচকে তাঁকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, এমনকি পুলিশের গাড়িতে তুলতে চাওয়ার চেষ্টা হয়। সেই বিশৃঙ্খলার মধ্যেই হারিয়ে যায় তাঁর হাতের সোনার আংটি! কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না।

শুটিং ইউনিটের উপস্থিত লোকজনের সামনেই এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর শান্তিনিকেতন থানায় পৌঁছে তিনি প্রথমে মৌখিক, পরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রতিটি অভিযোগের দিক খুঁটিয়ে দেখা হবে। কমলাকান্ত লাহা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি নিজেও একজন শিল্পী, আরেকজন শিল্পীর কাছ থেকে এই আচরণ কল্পনাও করিনি।”

আরও পড়ুনঃ “এখন আর কোন‌ও দুঃখ নেই ছেলে-মেয়ের জন্য প্রতিদিনই আমার উৎসব!”— অতীত ‘ডিলিটেড চ্যাপ্টার’, মাতৃত্বই এখন সবচেয়ে বড় প্রাপ্তি শুভশ্রীর! পুরনো স্মৃতি মুছে নতুন পথে নায়িকা, শোনালেন জীবনের কষ্ট ভুলে বাঁচার মন্ত্র!

তাঁর এই মন্তব্য সমাজ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই শান্তিনিকেতন ও আশপাশে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভক্তরা হতবাক, কেউ কেউ সরাসরি সমালোচনায় নেমেছেন। শুটিং চলাকালীন এমন ঘটনা যে অরিজিৎ সিংয়ের ভাবমূর্তিতে আঁচ ফেলেছে, তা স্পষ্টই বোঝা যাচ্ছে। এখন দেখার বিষয়, তদন্ত কোন দিকে মোড় নেয় এবং এই অভিযোগ থেকে শিল্পী নিজেকে কতটা দূরে রাখতে পারেন।

You cannot copy content of this page