টলিউডে এবার নতুন জুটি! সবাইকে চমকে নতুন সিনেমায় জুটি বাঁধছেন মমতা শঙ্কর-ভিক্টর ব্যানার্জি

বাংলা ছবি পরিচালনা থেকে বিদায় নিচ্ছেন প্রযোজক-পরিচালক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানালেন, ‘শিবপুর’ (Shibpur) ছবি পরিচালনার সময় কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে বাংলা ছবি পরিচালনার ইচ্ছে হারিয়েছেন। তবে তিনি বাংলা ছবি প্রযোজনায় ফিরছেন এবং এর মধ্যেই নতুন প্রযোজনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। অরিন্দমের আসন্ন ছবিতে দর্শকদের জন্য রয়েছে একাধিক চমক। এবার রহস্য বা রোমাঞ্চ নয়, মূল গল্পে থাকছে সম্পর্ক আর প্রেমের টানাপোড়েন।

এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছেন দুই বর্ষীয়ান অভিনেতা—ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) ও মমতা শঙ্কর (Mamata Shankar)। অরিন্দম জানিয়েছেন, “টলিউড কখনও ভাবেনি যে ভিক্টরবাবু আর মমদির জুটি করা যেতে পারে।” ছবির গল্পে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিত্বের বনেদিয়ানা আর আভিজাত্য গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। অরিন্দম বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়া এই আভিজাত্য তিনি আর কারো মধ্যে দেখেননি। পাশাপাশি, গল্পের অন্যান্য চরিত্রের জন্য তিনি নতুন প্রজন্মের অভিনেতাদের বেছে নিতে চান।

Victor Banerjee

এই নতুন ছবির শুটিং হবে উত্তরাখণ্ডে পাহাড়ের মনোরম পরিবেশে, যেখানে ভিক্টর বন্দ্যোপাধ্যায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। মুসৌরির বাসিন্দা ভিক্টরবাবু পাহাড়কে ভালোবাসেন এবং অরিন্দমও চাইছেন সেই বাস্তবিক অনুভূতিই ছবিতে ফুটে উঠুক। শুটিং নিয়ে প্রস্তুতিও শুরু হয়েছে এবং ভিক্টর-মমতার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়ে গেছে। পাহাড়ের আবহে এই গল্পের চিত্রায়ণ ছবির মেজাজকে আরও সমৃদ্ধ করবে বলে ধারণা।

ছবির পরিচালনার দায়িত্ব এবার গ্রহণ করতে চলেছেন টলিউডের সুপরিচিত সহকারী পরিচালক অভিজিৎ চৌধুরী ওরফে বাপ্তান । টলিউডের অতি পরিচিত মুখ বাপ্তানদা আজীবন সহকারী পরিচালকের ভূমিকা পালন করেছেন। এবার প্রযোজক অরিন্দম তাঁকে পরিচালকের আসনে বসাচ্ছেন। অরিন্দম বলেন, “বাপ্তানদাকে চেনে না এমন কেউ টলিউডে নেই। এবার ওঁর পরিচালনার স্বপ্ন পূরণের সময় এসেছে।”

টলিউড, মমতা শঙ্কর, স্বস্তিকা মুখোপাধ্যায়, tollywood, Mamata Shankar, Swastika Mukhopadhyay

আরও পড়ুনঃ এবার বড় পর্দায় অন্বেষা! তবে কি এবার ধারাবাহিক ছা’ড়ছেন অভিনেত্রী?

গল্পের কাহিনী নিয়েও রয়েছে বেশ কিছু চমক। পুরনো আর নতুন প্রজন্মের সম্পর্কের ফারাক, জটিলতা এবং তার নেপথ্য কারণ অনুসন্ধানই এই ছবির মূল বিষয়বস্তু। অরিন্দম মনে করেন, বর্তমান প্রজন্মের সম্পর্কগুলো অত্যন্ত জটিল, যা নিয়ে দর্শকদের ভাবাবে এই গল্প। সম্পর্কের গভীরতা ও নানা পর্যায় নিয়ে তৈরি এই ছবি সম্পর্কে আরও জানার জন্য অধীর আগ্রহে রয়েছেন দর্শকরা।