চিরসখার অনন্যা, বাস্তব জীবনের কমলিনী! স্বামীকে হারিয়ে ছাদ হারান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মালবিকা সেন, বেদনা, একাকীত্ব নিঃসঙ্গতা গ্রাস করে, নিজের বাবা-মাকেই সন্তানসম আগলে রেখেছেন তিনি !

জনপ্রিয় অভিনেত্রী এবং একজন দক্ষ কুচিপুড়ি (Kuchipudi)ভরতনাট্যম (Bharatanatyam) নৃত্যশিল্পী তিনি। তাঁর অসামান্য প্রতিভা বারবার মুগ্ধ করে সকলকে। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেত্রী তথা শাস্ত্রীয় নৃত্যশিল্পী ‘মালবিকা সেন’ (Malabika Sen) এর। নাচের জন্য দেশ, বিদেশ থেকে পেয়েছেন একাধিক পুরষ্কার। ছোটো পর্দায়ও জনপ্রিয় মুখ তিনি। ‘তুমি রবে নীরবে’, ‘ফাগুন বউ’, ‘শ্রীময়ী’, ‘গুড্ডি’, ‘খড়কুটো’র মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু এই প্রতিষ্ঠিত সত্তার পেছনে রয়েছে অনেক বড় এক লড়াইয়ের গল্প।

অভিনেত্রীর জীবনের অজানা অধ্যায় আজও রয়ে গেছে অন্ধকারেই। পর্দায় দৃঢ় চরিত্র করার জন্য যেমন প্রশংসিত হন, তেমনই কিছু কিছু চরিত্রে এমনভাবে প্রাণ দিয়ে দেন যেন মনে হয় বাস্তবের কোনও ব্যক্তিত্ব। এর পরিপ্রেক্ষিতে কটাক্ষের শিকারও হন দর্শকদের একাংশের কাছে। তবে ব্যক্তিগত জীবনে অনেক ঝড় সামলে আজ তিনি এই জায়গায়। বৈবাহিক জীবন তেমন সুখের ছিলনা তাঁর, নেই কোনও সন্তানও।

Malabika Sen, Bengali actress, Famous dancer, discipline in acting, new generation actors, advise for new generation actors, Bengali TV industry, success mantra, মালবিকা সেন, বাংলা অভিনেত্রী, প্রখ্যাত নৃত্যশিল্পী, অভিনয়ে শৃঙ্খলা, নতুন প্রজন্মের অভিনেতা, নতুন প্রজন্মকে পরামর্শ, বাংলা ধারাবাহিক, সাফল্যের মন্ত্র

অভিনেত্রীর স্বামী সুমিত সেন ছিলেন এক প্রখ্যাত সাংবাদিক। প্রায় ৩০ বছর যুক্ত ছিলেন স্টেটসম্যান এর সাথে, পরবর্তীতে টাইমস্ অফ ইন্ডিয়ার সিনিয়র এডিটরিয়াল হেড থাকা অবস্থায় ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর মারা যান তিনি। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, “আমার শ্বশুরবাড়িতে কেউ নেই, বাবার বাড়িতে শুধু মা আর বাবা। ও চলে যাওয়ার পর পুরো বাড়িতে একাই থাকতাম, জীবনটাই নিঃসঙ্গতায় ডুবেছিল।

আমার জীবনের সবচেয়ে বড় ঝড় ছিল সেটা। এরপর নিজেকে সামলাতে বেশ কিছুদিন সময় লেগেছে, কিন্তু পেরেছি! সন্তান ছিলনা বলে যে মাতৃত্বের অভাবটা বোধ হত, এখন আর হয়না। মা আর বাবাকে আমার কাছে নিয়ে এসে রেখেছি, তাঁরাই যেন এখন আমার সন্তানের মতন। তাঁদের খাইয়ে দেওয়া থেকে শুরু করে বাবার শেভ করে দেওয়া পর্যন্ত সমস্ত আমি করি। এটাও তো একটা মাতৃত্ব।”

আরও পড়ুনঃ নেকলেস দিয়ে শুভকে সারপ্রাইজ দিল আদি! প্রতিশোধপরায়ণ হয়ে উঠছে মোহনা! কী হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে?

তিনি আরো বলেন, “এক দশ বছর, এখনও আমি একাই পথ চলছি। আগে ভাবতাম পারব না, কিন্তু এখন পারি বা পারার চেষ্টা করি।” প্রসঙ্গত অভিনেত্রী বর্তমানে চিরসখা ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। সেই গল্পের প্রধান চরিত্র কমলিনী যেন বাস্তব জীবন মালবিকারই প্রতিচ্ছবি। সেখানে অভিনয় করছেন বিপরীতে কিন্তু পর্দার বাইরে তিনিই সেই কমলিনী।