বাংলা চলচ্চিত্র জগতে একসময়কার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মহুয়া রায়চৌধুরী (Mohua Roy Choudhury)। মাত্র ২৬ বছর বয়সে তিনি প্রায় ৮০টি ছবিতে কাজ করেছিলেন। তাঁর বেশিরভাগ চলচ্চিত্রই দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল। তবে তাঁর বিতর্কিত জীবন ও রহস্যময় মৃত্যু সম্ভবত তাঁকে আজকের প্রজন্মের কাছ থেকে আড়াল করে রেখেছে। এই বিষয়টিই নিয়ে বড়পর্দায় প্রশ্ন তুলতে চলেছেন প্রযোজক রানা সরকার।
প্রাথমিকভাবে ছবির নাম ঠিক হয়েছে ‘গুনগুন করে মহুয়া’। ছবিটি পরিচালনা করবেন সোহিনী ভৌমিক, যিনি পরিচালনায় নতুন মুখ। মহুয়ার জীবন, কাজ ও মৃত্যু নিয়ে গবেষণা এবং চিত্রনাট্যের দায়িত্বে আছেন দেবপ্রতিম দাশগুপ্ত ও সোহিনী ভৌমিক। বর্তমানে চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ, যা নিয়ে টলিপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা।
মহুয়া রায়চৌধুরীর চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে। বিভিন্ন জনপ্রিয় নাম নিয়ে চলেছে আলোচনা। শোনা যাচ্ছে, প্রয়াত অভিনেত্রীর ছোটবেলার চরিত্রে অয়নন্যা চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে। আবার মহুয়ার জীবনের শেষ পর্যায়ের চরিত্রেও তাঁর অভিনয়ের সম্ভাবনা রয়েছে। যদিও লুক টেস্ট ইতিমধ্যে হয়ে গেলেও, প্রযোজক এ বিষয়ে কিছুই প্রকাশ করেননি। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছে সবাই।
অয়ন্যা চট্টোপাধ্যায়ের (Ayanna Chatterjee) নাম যদিও অন্যতম আলোচ্য এই বিষয়ে, তিনি ইতিমধ্যে ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীমান পৃথ্বীরাজ’-এর মাধ্যমে তিনি প্রথম পরিচিতি পান। এছাড়াও, মিমি চক্রবর্তীর সঙ্গে ‘মিনি’ ছবিতেও তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন।
আরও পড়ুনঃ “আমার কাছে বিনোদিনী একটাই, সেটা রুক্মিণী”- শুভশ্রী সৃজিতের ‘বিনোদিনী’ সাজতেই মহিবিরক্ত দেব
‘গুনগুন করে মহুয়া’ নিয়ে উত্তেজনার পাশাপাশি, মহুয়ার জীবন এবং মৃত্যু ঘিরে বহু প্রশ্নের উত্তর খুঁজবে এই প্রজন্ম। কে হবেন পর্দার মহুয়া, সেটি যেমন দেখার বিষয়, তেমনই এই ছবি কতটা প্রভাব ফেলতে পারে, তাও সময়ই বলে দেবে।