বেশ কয়েক বছর ধরেই বাংলা ছবিতে অভিনয় করছেন বাবুল। এক সময়ে তিনি নিয়মিত বড় চরিত্রে অভিনয় করতেন, তবে রাজনৈতিক জীবনে প্রবেশের পর সেই ছন্দে কিছুটা ভাটা পড়েছিল। এবার প্রেম দিবস উপলক্ষে প্রকাশিত নতুন গান ‘শুধু তোমারই জন্য’ দিয়ে আবারো শিরোনামে তিনি। শুধু গান নয়, এই গানের ভিডিও নিজেই পরিচালনা করেছেন বাবুল।
সম্প্রতি অরিন্দম শীল পরিচালিত ‘উৎসব-এর রাত্রি’ ছবির শুটিং ফ্লোরে পাওয়া গেল তাঁকে। সেখানেই আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয় ও রাজনীতি নিয়ে কথা বলেন তিনি। বাবুল জানান, অভিনয় তাঁর বহুদিনের স্বপ্ন ছিল। তরুণ মজুমদার পরিচালিত ‘চাঁদের বাড়ি’ ছবির জন্য যখন তাঁকে নির্বাচিত করা হয়, তখন থেকেই আত্মবিশ্বাস বেড়ে যায়। এছাড়াও ঋতুপর্ণ ঘোষের সঙ্গে দু’টি ছবির বিষয়ে কথাবার্তা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
তবে এখন বাবুলকে আর কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় বা শিবপ্রসাদ-নন্দিতার মতো পরিচালকদের ছবিতে দেখা যায় না। এর কারণ কি তাঁর রাজনৈতিক অবস্থান? বাবুলের মতে, এটি নিছক কাকতালীয় ঘটনা। তবে তাঁর বিশ্বাস, যেভাবে আগে পরিচালকদের ভালোবাসা পেয়েছেন, ভবিষ্যতেও তেমন সুযোগ আসবে।
অভিনয়, গান এবং রাজনীতির মতো একাধিক দায়িত্ব কীভাবে সামলান? বাবুলের সহজ উত্তর— তাঁর মাথায় অনেক সুইচ রয়েছে! তিনি বলেন, অফিসের কোনও কাজ জমিয়ে রাখেন না, প্রয়োজন হলে শুটিং ফ্লোরেও দাপ্তরিক কাজ সামলে নেন। তবে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন তাঁর শৈল্পিক স্বাধীনতা কিছুটা খর্ব হয়েছিল। বিদেশে শো বন্ধ হয়ে যাওয়া কিংবা প্রধানমন্ত্রী প্রথমে সহযোগিতা করলেও পরে বিরক্ত হয়ে ওঠার মতো বিষয় তাঁকে অবাক করেছিল। তবে রাজ্যের শাসকদলে যোগ দেওয়ার পর তিনি এই বিষয়ে অনেক বেশি স্বস্তিতে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অভিনয় ও গান চালিয়ে যেতে বরং উৎসাহ দিয়েছেন।
আরও পড়ুনঃ মা-মেয়ের চরিত্রে এবার মানালি-রাধিকা! এ যে অবিকল ‘মা’ ধারাবাহিকের গল্প! ‘দুগ্গামণি ও বাঘ মামা’ গল্প ঘিরে কটাক্ষ নেটিজেনদের
সামাজিক মাধ্যমে বাবুল বেশ সক্রিয়, তবে ট্রোলিং নিয়ে বিশেষ মাথা ঘামান না। কিশোর কুমারকে নিয়ে সম্প্রতি মধুবালার বোনের করা মন্তব্যের প্রতিবাদ করে তিনি জানান, প্রিয় শিল্পীর অসম্মান মেনে নেবেন না। তবে নেতিবাচক মন্তব্য নিয়ে ভাবিত নন তিনি। নতুন প্রজন্মের জন্য তাঁর পরামর্শ, “সোশ্যাল মিডিয়ার ট্রোলিং গায়ে মেখো না, বরং নিজের কাজ মন দিয়ে করো।”
অভিনয়ের জন্য নতুন কিছু প্রস্তাব পেলেও আপাতত তিনি কিছু জানাতে চান না। তাঁর মতে, “রাজনীতিতে কাজ শেষ হলে তবেই পুরস্কার নেওয়া উচিত। তাই অভিনয়ের বিষয়েও সময় এলেই জানাব।” অর্থাৎ, ভবিষ্যতে অভিনয়ে আরও সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন বাবুল!