ঘরে কন্যা সন্তান আসতেই যেন মা লক্ষ্মীর কৃপা! বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ তিনি। ছোটপর্দায় দীর্ঘদিন ধরে পার্শ্বচরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখে এসেছেন অভিনেত্রী ‘অনিন্দিতা রায়চৌধুরী’ (Anindita Raychaudhury)। এবার তাঁর জীবনে এসেছে আরো বড় খুশির খবর। বাংলা সিরিয়ালের গণ্ডি পেরিয়ে এবার তিনি পা রাখতে চলেছেন বলিউডে (Bollywood), তাও আবার সরাসরি হিন্দি ছবিতে!
‘ধুলোকণা’, ‘এক্কাদোক্কা’, ‘তেঁতুলপাতা’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন অনিন্দিতা। অভিনয়ের পাশাপাশি তিনি সমান গুরুত্ব দিয়েছেন ব্যক্তিগত জীবনকেও। চলতি বছর কন্যা সন্তানের মা হওয়ার পর এবার তাঁর কেরিয়ারেও খুলছে নতুন দরজা। এই খবরে যেমন আনন্দিত অনিন্দিতার অনুরাগীরা, তেমনই বাংলা ইন্ডাস্ট্রিও গর্বিত।
শোনা যাচ্ছে, বেশ কিছুদিন আগেই হিন্দি ওয়েব সিরিজের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। তবে সিরিজের নির্মাতাদের শর্ত অনুযায়ী এতদিন এই বিষয়ে কোনো কিছু প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। অবশেষে সবুজ সংকেত মেলায় জানা যাচ্ছে, তাঁর অভিনীত সিরিজটি ভরপুর অ্যাকশন ও রহস্যে মোড়া, যা দর্শকদের মন জয় করবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল।
এই ওয়েব সিরিজের পরিচালনায় রয়েছেন রোহন ঘোষ। মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউডের উদীয়মান অভিনেতা বিশাল জেঠওয়াকে। তাঁর পাশাপাশি আরও রয়েছেন কিছু পরিচিত টলিউড অভিনেতাও, ফলে বাংলা-হিন্দির এক মেলবন্ধন দেখা যাবে এই প্রজেক্টে। এটি শুধু অনিন্দিতার জন্য নয়, বাংলা টেলিভিশনের বহু অভিনেত্রীর জন্যই এক নতুন অনুপ্রেরণা হতে পারে।
আরও পড়ুনঃ আশীর্বাদ হয়ে গেল আকাশ-শুভ’র! এদিকে সাদা শাড়ি দেখে আদৃতের মনে পড়লো শুভকে! স্মৃতি ফিরছে আয়ানের! আগামী দিনে কি হতে চলেছে ‘গৃহপ্রবেশ’ ধারাবাহিকে?
যদিও এই সিরিজের নাম এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি, তবে সূত্র বলছে, এই মাসের শেষ নাগাদ ট্রেলার মুক্তি পেতে পারে। অনিন্দিতার বলিউডে পদার্পণ শুধুমাত্র এক নয়া যাত্রার সূচনা নয়, বরং প্রমাণ করে, পর্দার আড়ালে থেকেও একাগ্রতা আর প্রতিভা নিয়ে কাজ করলে স্বপ্ন সত্যি করা যায়। এখন দেখার, এই নতুন পথচলায় কতটা জনপ্রিয়তা অর্জন করেন বাংলা টিভির এই পরিচিত মুখ।