“আমার ছেলে ঝিনুক প্রথম থেকেই আমার সবকিছু দেখেছে, আমাদের সম্পর্ক সাধারণ নয়!” —ছেলেকে নিয়ে অন্য মাতৃত্বের ইঙ্গিত শ্রাবন্তীর!

টলিউডের বর্তমানের সবচেয়ে চর্চিত অভিনেত্রী হলেন গ্ল্যামার কুইন ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’ (Srabanti Chatterjee)। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবিতে শ্রাবন্তীর ‘কোকা কোলা’ (Coca Cola) আইটেম গানের ঝলক আজও ভুলতে পারেননি অনেকেই। তারপর বেশ কিছুদিন এই ধরনের গানে নাচতে দেখা যায়নি তাঁকে। এবার যেন সেই পুরোনো শ্রাবন্তী মাতিয়ে দিলেন রুপোলি পর্দা! ‘ডাকাত পড়েছে’ (Dakat Poreche) আইটেম গানে ফিরলেন নতুন মেজাজে।

পরিচালক জিৎ চক্রবর্তীর সাম্প্রতিক ছবি ‘আড়ি’ (Ari) -তে নুসরত জাহান, মৌসুমী চট্টোপাধ্যায় ও যশ দাশগুপ্তের পাশাপাশি বিশেষ আকর্ষণ এখন শ্রাবন্তীর আইটেম নম্বর। নববর্ষে গানটির টিজার মুক্তির পরপরই ঝড় তুলেছে সমাজ মাধ্যমে, আর তাতেই বোঝা যাচ্ছে শ্রাবন্তীর জনপ্রিয়তা আজও সমান তাজা। গানটির টিজারে এক ঝলকেই নজর কেড়েছেন অভিনেত্রী। চেনা ছন্দে শ্রাবন্তীর নাচ দেখে ভক্তদের মধ্যে ছবিকে ঘিরে বিশেষ উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Srabanti shares about her relationship with her son's girlfriend Damini

ইমন চক্রবর্তীর কণ্ঠে এই আইটেম সং যেন নতুন প্রাণ পেয়েছে শ্রাবন্তীর আত্মবিশ্বাসী পারফরম্যান্সে। এই গানটির উপস্থিতির আগাম ঘোষণা না থাকলেও, মুক্তির পর দর্শক যেন খুঁজে পেল পুরনো চেনা উচ্ছ্বাস। দীর্ঘ বিরতির পর এই ধরনের গানে ফিরে শ্রাবন্তী নিজেও উচ্ছ্বসিত। এই প্রসঙ্গে এক সাক্ষাতকারে অভিনেত্রী বলেছেন, “আমার রোমান্টিক গানের থেকে বেশি আইটেম গানে নাচ করতে, অভিনয় করতে ভালো লাগে।

অনেকদিন পরে আবার এরকম একটা গানে নাচলাম, বেশ ভালো লেগেছে আর আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে।” এরপর অভিনেত্রীকে জানতে চাওয়া হয় ছবিটি নিয়ে কি মনে করছেন কেমন হবে? অভিনেত্রী জানান ছবির ট্রেলার দেখে তাঁর চোখে জল এসে গেছিলো, যশের অভিনয় বিশেষ নজর কাড়বে বলে তিনি আশাবাদী। এরপর জিজ্ঞেস করা হয় গানটির নাম যেহেতু ‘ডাকাত পড়েছে’, সত্যিই কি কোনো দিনও ডাকাতির অভিজ্ঞতা আছে তাঁর?

অভিনেত্রী বলেন, “আমিই সবার মন ডাকাতি করেছি, আমার আর কি ডাকাতি হবে, তবে ছোটো বেলায় অনেক ছোটো খাটো চুরি করেছি যেমন ফল, ফুল ইত্যাদি।” শেষে অভিনেত্রীকে জানতে চাওয়া হয়, তিনি এখন এক সন্তানের মাও অভিনেত্রী হওয়ার পাশাপাশি, ছেলে (ঝিনুক) এখন বেশ বড় সেই ক্ষেত্রে অনেকেরই অভিযোগ থাকে সন্তানেরা বড় হয়ে নিজেদের আলাদা জগৎ গড়ে তোলে ফলে সস্পর্ক দুর্বল হয়ে যায়, অভিনেত্রী কিভাবে দেখেন এই বিষয়টা?

আরও পড়ুনঃ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ছিল নাটক! আরজি কর কাণ্ডে সত্যি প্রতিবাদ না অভিনয়? টাকার বিনিময়ে আন্দোলনে নেমেছিল অনেক সেলেব! বিস্ফোরক মন্তব্য অরিন্দম শীলের

অভিনেত্রী বলেন, “একদম না! আমার সেটা মনে হয়না। আমার ছেলে ঝিনুক প্রথম থেকেই আমার সবকিছু দেখেছে, আমরা দুজনে দুজনের পরিপূরক, বন্ধুর মতন। কারোর কাছে কেউ কিচ্ছু গোপন করিনা, আমরা দুজনেই একসাথেই বড় হচ্ছি।” প্রসঙ্গত শ্রাবন্তী চট্টোপাধ্যায় আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’ মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন, যেখানে তিনি এবার সত্যিই ডাকাতের ভূমিকায়।তবে, এখন তাঁর উন্মুক্ত পিঠে পরিচালক শিবপ্রসাদের লেখা প্রেমের কবিতা ঘিরেও তৈরি হয়েছে তুমুল আলোচনা।