ম্যালিগন্যান্ট টিউমারের জন্য বাদ গেল কিডনি! কেমন আছেন অস্কার মনোনীত তরুণ বাংলা ছবির পরিচালক?

বছরের শুরুতেই একের পর এক বিপদের ছায়া বিনোদন জগতে। কিছুদিন আগেই সইফ আলী খানকে ছুরির কোপে জখম হতে হয়েছে। যদিও অস্ত্র প্রসারের পর এখন ভালো আছেন নবাবপুত্র সইফ। তবে এই খারাপ খবরগুলির মাঝে রয়েছে কিছু আনন্দের খবরঅ। জানা গেছে অস্কার মনোনীত বাঙালি পরিচালক শৌনক সেন (Shaunak Sen) একটি বড়ো বিপদ থেকে মুক্ত হয়েছেন। কিডনিতে ম্যালিগন্যান্ট টিউমার (Malignant Tumor) ছিল তাঁর, তবে এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত বাঙালি পরিচালক।

অস্কার মনোনীত বাঙালি পরিচালক শৌনক সেন সম্প্রতি কিডনিতে ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হওয়ার পর সফল অস্ত্রোপচারের মাধ্যমে ক্যানসার মুক্ত হয়েছেন। গত অক্টোবর মাসে রুটিন চেকআপে তাঁর কিডনিতে একটি ছোট ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে। ২৬ ডিসেম্বর নেফ্রেটমি পদ্ধতিতে কিডনির আক্রান্ত অংশ অপসারণ করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি এখন সম্পূর্ণ ক্যানসার মুক্ত। ইনস্টাগ্রামে নিজেই সেই কথা জানিয়েছেন। হাসপাতাল থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শৌনক। তাঁকে দেখতে এসেছিলেন মীরা নায়ার ও তিলোত্তমা সোম।

 

View this post on Instagram

 

A post shared by Shaunak Sen (@shaunak_sen)

পরিচালক শৌনক সেন তাঁর পোস্টে লিখেছেন, ‘একটা অদ্ভুত আপডেট দিচ্ছি। অক্টোবরের শেষের দিকে রুটিন চেকআপ করতে গিয়ে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, যখন জানতে পারলাম কিডনিতে একটা ছোট ম্যালিগন্যান্ট টিউমার আছে। ডিসেম্বর থেকে আমার চিকিৎসা শুরু হয়। আমার কিন্তু কিডনিতে কোনও সমস্যা ছিল না। বংশানুক্রমেও এই রোগের কোনও অস্তিত্ব আমাদের পরিবারে নেই। তাছাড়া আমি মদ-সিগারেট কিছুই খাই না। আমাকে সেই মুহূর্তেই অস্ত্রোপচারের পরামর্শ দিলেন চিকিৎসকরা। ২৬ ডিসেম্বর নেফ্রেক্টমি করে কিডনির একটি অংশ বাদ দেওয়া হয়।’

All that breathes Director

শৌনক আরও লেখেন, ‘আমি এখন সম্পূর্ণ ক্যানসার মুক্ত। আচমকা টিউমার ধরা পড়ার বিষয়টা আমার জীবনে আশীর্বাদ স্বরূপ। একদম প্রাথমিক স্টেজে ধরা পড়েছে। সেই জন্যই অস্ত্রোপচারও সফল হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।’ বিগত বেশ কয়েক মাস শারীরিক সমস্যার কারণেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন শৌনক।

আরও পড়ুনঃ শ্বেতার বিয়েতে নতুন বউকে সাজালো ‘মিশকা’র বর!

শৌনক জানান, টিউমারটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় দ্রুত চিকিৎসা সম্ভব হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং শক্তি ফিরে পাচ্ছেন। চিকিৎসার সময় বন্ধু ও সহকর্মীরা, যেমন পরিচালক মীরা নায়ার এবং অভিনেত্রী তিলোত্তমা সোম, হাসপাতালে এসে তাঁকে সমর্থন জুগিয়েছেন। উল্লেখ্য, শৌনক সেন পরিচালিত ডকুমেন্টারি ‘অল দ্যাট ব্রিদস’ (All That Breathes) ২০২৩ সালে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছিল এবং কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রের পুরস্কার লাভ করে।