শ্বেতার বিয়েতে নতুন বউকে সাজালো ‘মিশকা’র বর!

টলিউডে চলছে বিয়ের মরসুম। বহু বছরের প্রেম পূর্ণতা পেলো আর এক টলি-জুটির। শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের বিবাহ ১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে দমদমে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বর রুবেল দাস গানের তালে নাচতে নাচতে বিয়ের আসরে প্রবেশ করেন, যা বিয়ের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। তবে, জানা গেছে শ্বেতা ভট্টাচার্যের বিয়েতে অহনা দত্তের স্বামী দীপঙ্কর রায় নাকি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন।

অভিনেত্রী অহনা দত্ত এবং মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায় ২০২৩ সালের ১৩ ডিসেম্বর আইনি মতে গোপনে বিয়ে সম্পন্ন করেন। তারা দক্ষিণ কলকাতার ৬৫০ বর্গফুটের ভাড়া ফ্ল্যাটে ঘরোয়া পরিবেশে এই বিয়ের আয়োজন করেন, যেখানে দীপঙ্করের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিয়ের মেনুতে ছিল বিরিয়ানি।

তবে অহনার মা তাদের সম্পর্ক মেনে না নেওয়ার ফলে মা-মেয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। বিয়ের পরও তাদের মধ্যে যোগাযোগ নেই, এবং অহনা জানেন না তার মা এই বিয়ের খবর জানেন কিনা। বিয়ের এক বছর পর, ২০২৫ সালের ১ জানুয়ারি, অহনা সামাজিক মাধ্যমে তাদের বিয়ের খবর প্রকাশ করেন এবং জানান যে তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা ও খুনসুটি বেড়েছে।

অহনা দত্ত বর্তমানে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’তে মিশকা চরিত্রে অভিনয় করছেন, যেখানে দীপঙ্কর রায় মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। শ্বেতার বিয়েতে সাজিয়েছেন ‘মিশকা’ খ্যাত অহনার বর মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়। সে কথা অভিনেত্রী অহনা নিজের ইনস্টাগ্রামের একটি পোস্টে জানিয়েছেন।

আরও পড়ুনঃ ‘সার্থকের সব অন্যায় ফাঁস করে দিলো সুধা!’ ধুন্ধুমার ‘শুভ বিবাহ’র আজকের পর্ব

অহনার পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে শ্বেতা-রুবেলের বিয়েতে অহনা ও দীপঙ্কর উপস্থিত ছিলেন একসাথেই। ক্যাপশনে লিখেছেন ‘বিয়েবাড়ির অনুষ্ঠানে আমরা’, এরই সঙ্গে শ্বেতা ও রুবেল কে ভালো থাকার অভিনন্দন জানিয়েছেন। সেই ছবির ক্যাপশনই তিনি লিখেছেন, ‘ By the way আমাদের নতুন মিষ্টি বউকে সাজিয়েছে আমার বর। শুধু রূপটান শিল্পী হিসেবে নয় পরিবারের একজন হিসেবে, তোমাদের বন্ধুত্ব অক্ষয় হোক’। যার থেকে বোঝাই যাচ্ছে শ্বেতা ও দীপঙ্করের মধ্যে আগে থেকেই ছিল বন্ধুত্ব। অভিনেত্রীর পোস্ট থেকে তা স্পষ্ট বোঝা গেল।

 

View this post on Instagram

 

A post shared by @the_ahona_dutta_official