সরস্বতীর সংস্কৃত মন্ত্র নিখুঁত উচ্চারণে ঝরঝরে বললেন অভিনেত্রী কনীনিকা! মুগ্ধ দর্শকরা

দীর্ঘ সময় পর সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন অভিনেত্রী কনীনিকা। ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।

যদিও টিআরপির তালিকায় এখনো প্রথম পাঁচে ঢুকতে পারেনি এই ধারাবাহিক। তবে প্রতিষ্ঠিত অভিনেত্রীর অভিনয় সকলেরই ভালো লাগার কথা। আর এবার নায়িকার সরস্বতী মন্ত্র মন জয় করে নিলো তাঁর অনুরাগীদের।

বাংলা ধারাবাহিকে আজকাল যেখানে শাশুড়ি বৌমার লড়াই গল্পে স্থান পায় সেখানে এই গল্প একেবারে অন্য ধারায় চলছে। এখানে সহচরীর সঙ্গে তার বৌমা বরফির কেমিস্ট্রি একেবারেই অন্যরকম কারণ তাঁরা সহপাঠী। তবে এবার সরস্বতী পুজা স্পেশাল এপিসোডের প্রোমো সোশ্যাল মিডিয়াতে আপলোড হতেই তাতে কনীনিকাকে নিয়ে প্রশংসার ঝড় উঠলো।

নেটিজেনরা দেখতে পেয়েছেন শুদ্ধ সংস্কৃত উচ্চারণে সরস্বতী পুজো করছেন অভিনেত্রী
কনীনিকা। শুধু সংস্কৃত ভাষায় সেই মন্ত্র উচ্চারণ করেছেন নায়িকা। আর এতেই খুশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

এতদিন যেখানে বাংলা ধারাবাহিকে বিভিন্ন ধরনের ভুলভাল গল্প স্থান পেতো সেখানে এই ধারাবাহিক একেবারে আলাদা। এমনকী খাঁটি সংস্কৃত ভাষায় এখানে উচ্চারণ দেখানো হয়েছে যা থেকে বোঝা যাচ্ছে যে ধারাবাহিকের চিন্তা-ভাবনা পাল্টাচ্ছে। তাই এর প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়ার বাসিন্দারা।

You cannot copy content of this page