“আমার মন বলছে এখনই রিলিজ হবে না ধূমকেতু!” শুভশ্রীর সঙ্গে ছবি মুক্তিতে অস্বস্তিতে দেব?

অভিনেতা দেব ও শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’ (Dhumketu movie) ছবির শুটিং শেষ হয়েছিল ২০১৬ সালে, তবে নানা জটিলতার কারণে ছবিটি আজও মুক্তি পায়নি। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি নিয়ে দেব নিজেও বহুবার বলেছেন যে, এটি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা অভিনয়। দীর্ঘদিন ধরে দেব-শুভশ্রীর অনুরাগীরা এই ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন। প্রযোজক রাণা সরকারও বহুবার জানিয়েছেন যে, তিনি ছবিটি মুক্তি দিতে চান, তবে সঠিক সময় ও পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন।

সম্প্রতি ‘ধূমকেতু’ মুক্তির সম্ভাবনা আবারো একবার চর্চায়, কারণ রাণা সরকার কিছুদিন আগে শর্ত দিয়েছিলেন যে, দেব-শুভশ্রীর ‘খাদান’ ও ‘সন্তান’ সিনেমা বক্স অফিসে সফল হলে তবেই ‘ধূমকেতু’ মুক্তি পাবে। ইতিমধ্যেই ‘খাদান’ বাংলা চলচ্চিত্রের বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে, এবং ‘সন্তান’ও যথেষ্ট প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচকদের কাছে। এই পরিস্থিতিতে রাণা এবার ‘ধূমকেতু’র মুক্তির প্রস্তুতি শুরু করেছেন মনে করছেন অনেকই।

সম্প্রতি দেব ও রাণা সরকারের মধ্যে এই ছবি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলেও জানা গেছে। বৈঠকের পর স্বয়ং দেব একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “এমনি… আশা করি এবারে ভাল কিছু হবে।” এই পোস্ট দেখে দেব-ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকে মনে করেন, এতদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবং শীঘ্রই ‘ধূমকেতু’ মুক্তি পাবে। যদিও প্রযোজক এখনই সবকিছু খোলসা করতে রাজি নন।

এদিন দেব রঘু ডাকাত প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেন তাঁরা সাথে রাণা সরকারের তেমন কোনও আলোচনা হয়নি ধূমকেতু নিয়ে। এরপর দেবকে জানতে চাওয়া হয় যে সত্যিই কি এবার গরমের ছুটিতে রিলিজ হচ্ছে ধূমকেতু? উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “না! তেমন কোনো পরিকল্পণা এখন নেই, কোনো তারিখ চূড়ান্ত না হলে দর্শকদের মিথ্যে আশা দেব না!”

আরও পড়ুনঃ “যতবার দেখা হয়, ততবারই তিনি প্রশংসা করেন’’, বাংলাদেশের প্রিয়তমা থেকে টলিপাড়ার কিশোরী, ইধিকা পালের প্রশংসায় পঞ্চমুখ দেব-ঘরণী রুক্মিণী মৈত্র!

তবে সূত্রের খবর, ‘ধূমকেতু’ সরাসরি ওটিটিতে নয়, বড়পর্দায় মুক্তি পাবে। শুভশ্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না মিললেও, দেব নিজেও ছবিটি মুক্তির জন্য আন্তরিকভাবে কাজ করছেন, এবং রাণা সরকার জানিয়েছেন, সমস্ত কিছু পরিকল্পনামাফিক এগোলে খুব শীঘ্রই দর্শকরা বহু প্রতীক্ষিত এই ছবিটি উপভোগ করতে পারবেন।

You cannot copy content of this page