বাংলাদেশের সুপারস্টারদের তালিকায় ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন ‘ইধিকা পাল’ (Idhika Paul)। কিন্তু শুধু তাই নয়, এপার বাংলার টলিপাড়াতেও এখন তিনি অন্যতম আলোচিত নাম। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে দুই বাংলার দর্শকদের মন জয় করে চলেছেন এই অভিনেত্রী। বাংলাদেশের সুপারস্টার শাকিব খান (Shakib Khan) থেকে শুরু করে টলিউডের সুপারস্টার দেব (Dev) —সবার সঙ্গেই এখন তার স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে।
২০২৪ সালের শেষের দিকে ‘খাদান’ (Khadan) ঝড় তুলেছিল বক্স অফিসে, আর সেই ঝড় এখনও থামেনি!টানা ১০০ দিন প্রেক্ষাগৃহে রাজত্ব করেছে ‘খাদান’। দেব ও যীশু সেনগুপ্তের অভিনয়ে সমৃদ্ধ এই ছবিটি শুধু দর্শকদের হৃদয় জিতে নেয়নি, বক্স অফিসেও নজরকাড়া সাফল্য পেয়েছে। দীর্ঘদিন পর এমন এক বাংলা সিনেমার জয়জয়কার হয়েছে, যা একদিকে যেমন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, অন্যদিকে দর্শকদের আবারও প্রেক্ষাগৃহমুখী করেছে।
এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমায় হাজির হয়েছেন ইধিকা। আর এবার তার চরিত্র একেবারে অন্যরকম! ইধিকা এখন ব্যস্ত ‘রঘু ডাকাত’ সিনেমার শুটিং নিয়ে। সদ্যই ছবির প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে, যেখানে একেবারে নতুন রূপে ধরা দেবেন তিনি। দেবের সঙ্গে তার জুটি দর্শকেরা ইতিমধ্যেই পছন্দ করেছেন, আর এবার ‘রঘু ডাকাত’-এও সেই রসায়ন ফের নজর কাড়বে বলে মনে করা হচ্ছে।
তবে এবার চরিত্রের গেটআপ, সেট ডিজাইন, সিনেমার গল্প সবকিছুই একেবারে আলাদা ধাঁচের। তাই দর্শকেরা এই ছবির জন্য যে বাড়তি আগ্রহী হবেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে ইধিকার ‘খাদান’-এর চরিত্র কেমন ছিল, তা নিয়ে টলিপাড়ায় এখনও আলোচনা চলছে। সিনেমায় তার কিশোরী লুক দর্শকদের বেশ মনে ধরেছে। কিন্তু তার এই নতুন লুক দেখে কী বলেছিলেন দেবের দীর্ঘদিনের সঙ্গী রুক্মিণী মৈত্র?
আরও পড়ুনঃ ব্যবসায়ী পরিবারে জন্ম, তবুও অঙ্কে শূন্য! পড়াশোনায় কেমন ছিলেন অনুরাগের ছোঁয়ার ‘সূর্য’ তথা অভিনেতা দিব্যজ্যোতি দত্ত?
সেই উত্তরের জন্য হয়তো অনেকেই অপেক্ষা করছিলেন! অবশেষে জানা গেল, রুক্মিণী ইধিকার ‘খাদান’-এর লুক দেখে মুগ্ধ হয়েছিলেন! ইধিকার কথায়, ‘‘রুক্মিণী আমাকে বলেছিলেন, খুব সুন্দর লাগছে! যতবার দেখা হয়, ততবারই তিনি প্রশংসা করেন।’’ অভিনেত্রীর এমন উচ্ছ্বাস থেকেই বোঝা যায়, ইন্ডাস্ট্রিতে তার গ্রহণযোগ্যতা বাড়ছে। এখন দেখার পালা, ‘রঘু ডাকাত’-এ তিনি কতটা নতুন চমক দিতে পারেন!