বক্স অফিসে দেবের সেঞ্চুরি! দুর্নিবার গতিতে ১০০ দিন পার করল খাদান! আবার কবে আসবে এমন বাণিজ্য সফল ছবি?”

দেবের (Dev) ভক্তদের জন্য ২০২৫ অত্যন্ত খুশির! বহু প্রতীক্ষিত ধূমকেতু (Dhumketu) অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে, এই বছরের গরমের ছুটিতেই আসছে দেব-শুভশ্রীর রোমান্টিক জুটি। রানা সরকারের প্রযোজনায় তৈরি এই ছবির পাশাপাশি, পুজোয় বড়পর্দায় হাজির হবেন দেব রঘু ডাকাত (Raghu Dakat) হয়ে। এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য, রূপা গঙ্গোপাধ্যায়, ইধিকা পালসহ একঝাঁক তারকাকে দেখা যাবে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রথম পর্বের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

এরই মধ্যে প্রজাপতি ২ নিয়েও ব্যস্ত দেব, যেখানে আবারও মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার জমাটি জুটি দেখা যাবে, পরিচালনায় থাকবেন অভিজিৎ সেন। গত বছর ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘খাদান’। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন দেব ও যিশু সেনগুপ্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু ও জন ভট্টাচার্য। ছবিটির পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো, আর সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন নীলায়ন চট্টোপাধ্যায়।

Dev new movie khadan teaser Release

দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনা করেছে। এদিন খাদান তার ১০০ দিনের সাফল্য উদযাপন করল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। উদযাপন উপলক্ষে প্রকাশ্যে আনা হয় ছবির অন্যতম ও শেষ গান ফিরাইয়া দাও। গোটা টিম মিলে কেক কেটে, আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন তাঁরা। এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন অভিনেতা দেব, প্রযোজক নিসপাল সিং রানে ও সুরিন্দর সিং। পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত অন্যতম ব্যক্তিত্বরাও।

ছবির অন্যতম অভিনেত্রী ইধিকা পাল, রথিজিৎ ভট্টাচার্য, নীলায়ন চট্টোপাধ্যায় সহ পরিচালক সুজিত দত্তও এই উদযাপনের সাক্ষী থাকেন। এদিন এক সাক্ষাৎকারে দেব বলেন, “আগেও বলেছি, এই ছবির বক্স অফিস সাফল্য নিয়ে আমার সংশয় ছিল। তবে আমি চেয়েছিলাম দর্শক অন্তত আমার চেষ্টা আর সাহসটাকে বুঝুক। প্রথম শো যখন দুপুর দুটোয় হয়, সেখান থেকে শুরু করে আজকের ১০০ দিনেও দর্শকদের প্রতিক্রিয়া, ভালোবাসা—এসব দেখেই মনে হয়েছে, আমাদের স্বপ্নটা সত্যি সার্থক হয়েছে।”

আরও পড়ুনঃ মালদায় শো করতে গিয়ে প্রতারণার শিকার সৌরভ-দর্শনা! আটকে র‌ইলেন ঘরে, ফাঁস চাঞ্চল্যকর তথ্য!

তিনি আরও যোগ করেন, “দর্শক ভালো ছবির অপেক্ষায় ছিল, আছে এবং থাকবে। সেটাই আজ আবার প্রমাণিত হলো।” প্রসঙ্গত ২০২৪ সালের বড়দিনে মুক্তি পেয়েছিল খাদান, যা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করে। একের পর এক রেকর্ড গড়ে ছবিটি বিপুল ব্যবসা করেছে। ছবির প্রায় প্রতিটি গানই ভাইরাল হয়েছে। অভিনেত্রী ইধিকা পালের প্রথম ছিব তাও দেবের সঙ্গে সুপারহিট!দেখতে দেখতে বক্স অফিসে খাদান পার করল ১০০ দিনের মাইলফলক, আমাদের শুভেচ্ছা গোটা খাদান টিমকে!