বাংলা টেলিভিশনের চেনা মুখ ‘সুভদ্রা মুখোপাধ্যায়’ (Subhadra Mukherjee) কে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি। বহু জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সংলাপে সাবলীলতা আর চোখে আবেগ—এই দুইয়ের মিশেলে একাধিক চরিত্রে তিনি প্রাণ সঞ্চার করেছিলেন। কিন্তু গত প্রায় দশ মাস ধরে তিনি যেন নিঃশব্দে আড়ালে সরে গেছেন। না, ইন্ডাস্ট্রির বাইরে যাননি, কিন্তু অভিনয়ের আলো থেকে নিজেকে সরিয়ে রেখেছেন সম্পূর্ণভাবে।
এই বিরতির নেপথ্যে রয়েছে এক গভীর ব্যক্তিগত যন্ত্রণা। জীবনসঙ্গীর অকালপ্রয়াণ যেন অভিনেত্রীর জীবনে এক বিরাট শূন্যতা তৈরি করেছে। এক সময় যিনি নিজের কাজের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতেন প্রিয় মানুষের সঙ্গে, সেই মানুষটির না-থাকা তাঁকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। সেই শোক কাটিয়ে ওঠা তো দূরের কথা, মেকআপ ব্রাশ বা ক্যামেরার লেন্সের সামনে দাঁড়ানোর ইচ্ছেটুকুও যেন হারিয়ে গেছে সুভদ্রার।
এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানান, সাজগোজ বা শুটিংয়ের প্রতি আর আগের মতো টান অনুভব করেন না। যাঁর সঙ্গে প্রতিটি চরিত্রের প্রস্তুতি ভাগ করে নিতেন, তিনি আর পাশে নেই—এই বাস্তবতাকে এখনো মেনে নিতে পারেননি তিনি। এমনকি যেদিন তাঁর স্বামী ঘুমিয়ে পড়েছিলেন, সেই রাতেও দু’জনে একসঙ্গে খাওয়া-দাওয়া আর গল্পে মগ্ন ছিলেন। সেই ঘুমই যে চিরঘুম হয়ে যাবে, তা তিনি ভাবেননি।
এই মুহূর্তে তাঁর জীবনের একমাত্র অগ্রাধিকার মেয়ে ও মা। সংসারের যাবতীয় দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন তিনি। কন্যার পড়াশোনার দায়িত্ব থেকে শুরু করে পরিবারের যত্ন, সব কিছু সামলে চলেছেন নিঃশব্দে। ব্যক্তিগত জীবনের ভারেই আপাতত তিনি অভিনয়ের জগৎ থেকে দূরে রয়েছেন, নিজের ইচ্ছেতেই। শেষবার পর্দায় ‘আলোর কোলে’ ধারাবাহিকে ওনাকে দেখা গেছে।
আরও পড়ুনঃ শুভ-আকাশের বিয়ের আসরে হঠাৎ আবির্ভাব আদৃতের! আদৃতের প্রত্যাবর্তনে খুলে গেল নতুন সম্পর্কের গাঁটছড়া! ‘গৃহপ্রবেশ’-এ ভাগ্য কি এবার এক করবে শুভ-আদৃতকে?
তবে পর্দায় কবে ফিরবেন, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না সুভদ্রা এখনি। ভক্তরা অপেক্ষায় থাকলেও, এই প্রত্যাবর্তনের জন্য হয়তো আরও কিছুটা সময় প্রয়োজন তাঁর। কারণ কখনো কখনো জীবনের গভীর ক্ষত মুছে ফেলতে শুধু সময় নয়, দরকার হয় একান্ত মানসিক প্রস্তুতির। আর সেই প্রস্তুতিটুকুই এখনো সম্পূর্ণ হয়নি অভিনেত্রীর, তবে আশা রাখাই যায় এই যুদ্ধেও জয়ী হয়ে ফিরবেন তিনি খুব তাড়াতাড়ি।